বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • সরকারের নীতি ও অস্বচ্ছ সিদ্ধান্তে ওষুধ শিল্পে সংকট: মির্জা ফখরুল মালয়েশিয়া সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা গোপালগঞ্জ স্বেচ্ছাসেবক দল নেতা সুজন সিকদার গ্রেপ্তার বিএনপি ক্ষমতায় এলে পুলিশ হত্যা মামলায় ফাঁসানো হতে পারে আনিসুলদের মামলা প্রত্যাহার, জিএম কাদেরের কার্যক্রমে আর বাধা নেই ৫ দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের এক মাসের আলটিমেটাম সরকারকে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহারে ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ স্বাভাবিক বিশিষ্ট শিক্ষাবিদ ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক যতীন সরকার আর নেই ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না: অর্থ উপদেষ্টা তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর: খোলা হলো ৪৪ গেইট
  • রায়পুরে বেড়েছে দুর্ধর্ষ চুরির ঘটনা: আতঙ্কিত এলাকাবাসী 

    রায়পুরে বেড়েছে দুর্ধর্ষ চুরির ঘটনা: আতঙ্কিত এলাকাবাসী 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রায়পুরে গত ১৩ দিনেও চুরির ঘটনায় চোর আটক বা চোরাইকৃত মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে করে রায়পুর পৌর শহরে ও গ্রামের ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্কে বিরাজ করছে।।

    এই চুরি ঘটনা রোধে সোমবার রায়পুর বাজার বনিক সমিতি শহরের জন্য ২৫ জন নৈশ প্রহরীর নিয়োগের ব্যাবস্থার উদ্যোগ নিয়েছেন বলে সভাপতি সাইফুল ইসলাম মুরাদ ও সাধারন সম্পাদক আলমগীর হোসেন জানান।

    সূত্রে জানা গেছে, গত ৫ আগষ্টের পর থেকে সক্রিয় হয়ে উঠেছে চোরের একাধিক চক্র। এসব চক্রের বেশির ভাগ সদস্য উঠতি বয়সের তরুণ। ব্যবস প্রতিষ্ঠান থেকে চোরাইকৃত মালামাল বিক্রি করে মাদক সেবন করছে চোর চক্রের সাথে জড়িত তরুন ও যুবকরা।।

    তথ্যানুযায়ী, সোমবার রাতে বাসাবাড়ী বাজার এলাকায় আমিন ফার্মেসিতে ২৫ লক্ষ টাকার ওষুধ চুরি হয়েছে। রোববার রাতে রায়পুর ও হায়দরগন্জ আঞ্চলিক সড়কের মিতালি বাজার এলাকায় ইলেকট্রিক ও স্বর্ণের দোকানে চুরি হয়। টিনের চাল কেটে ভেতরে ঢুকে দুই ব্যাবসায়ীর জমির দলিল ও ২ ভরি স্বর্ণসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোর চক্র।। সোমবার রাত ৮টায় অজ্ঞাতদের আসামি করে রায়পুর থানায় সাধারন ডায়রী করেছেন ইলেকট্রিক ব্যাবসায়ী মোঃ ছুট্টুু মিয়া। 

    শনিবার রাতে রায়পুর শহরের সাবেক সোনালী ব্যাংক সড়কে আমেনা ফার্মেসীর মালিক আরিফুল হক স্বপনের ব্যাবসা প্রতিষ্ঠানের টিনের চাল কেটে ভেতের প্রবেশ করে চোর চক্র। এসময় ফ্রিজে থাকা এন্টিবায়েটিক সহ প্রায় ২০ লাখ টাকার ওষুধ চুরি করে চোরচক্র। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে।

    গত ৪দিনেও চোরাইকৃত ওষুধ উদ্ধার না হওয়া আইনশৃংখলাবাহিনীর প্রতি চরম ঘৃণা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্থ্য ব্যাবসায়ী মোঃ স্বপন। 

    শুক্রবার রাতে রায়পুর শহরের নতুন বাজার এলাকায় কনফেকশনারী মোঃ শাহজাহানের (৬৫) দোকানের তাল ভেঙ্গে ৭০ হাজার টাকার মালামাল নিয়ে যায় চোর চক্র। একই রাতে রায়পুর শহরের পীর বাড়ীর সামনে টিসি সড়কের নুর হোসেন পাটোয়ারী (৭০) নামের ব্যাবসায়ীর মুদি দোকানের লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় চোর চক্র। এঘটনায় দুই চোরকে আটক করলেও অভিভাবক ছাড়িয়ে নিয়ে যায় বলে সোমবার ব্যাবসায়ী জানান।।

    বৃহস্পতিবার রাতে রায়পুর পৌরসভার পরে দেবিপুর গ্রামের বেপার বাড়ীর দুবাই প্রবাসী জহিরের (৩৫) বসতঘরের তালা ভেঙ্গে দুই লক্ষ টাকার মালামাল চুরি করে পাশের বাড়ীর মাদকাসক্ত জাহাঙ্গির (৪৫)। ঘটনার ৭ দিন পার হলেও জাহাঙ্গিরের লোকজনের কারণে বিচার পাচ্ছে না বলে জানা প্রবাসীর স্ত্রী নিশি।এলাকার কয়েকজন সমাজপতি বিচার হবে, করবেন বলেও সময় কালক্ষেপন করছেন।।

    শনিবার বিকালে শহরের মধ্যবাজার এলাকায় সৈকত নামের এক ব্যবসায়ীর আড়াই লাখ টাকা মুল্যের নতুন জিকসার মটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোর চক্র। পরে চাঁদপুর শহর থেকে উদ্ধার করে থানা পুলিশ। একের পর এক এ ধরনের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে শহর সহ উপজেলাজুড়ে।

    রায়পুর উপজেলা বনিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ ও সাধারন সম্পাদক আলমগীর হোসেন বলেন, চুরি বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা আতঙ্কে। চর চক্রকে আটকের জন্য পুলিশকে অনুরোধ জানানো হয়েছে। কয়েকদিনের মধ্যে পুরো শহরে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। এর সাথে ২৫ জন নৈশ প্রহরী নিয়োগ দেয়া হচ্ছে।

    সুশাসনের জন্য নাগরিকের (সুজন) লক্ষ্মীপুর জেলা শাখার সম্পাদক মাসুদুর রহমান খান বলেন, কয়েক মাস ধরেই রায়পুর ও সদরে শহর ও জেলা জুড়ে থামছে না চুরি-ছিনতাই। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তায় দিন দিন অপরাধ বৃদ্ধি পাচ্ছে। থানা পুলিশকে আরও সক্রিয় হতে হবে।।

    রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুইয়া বলেন, ওষুধ ব্যবসায়ী স্বপন ও ইলেকট্রিক ব্যাবসায়ী ছুট্টু লিখিত অভিযোগ দিয়েছেন। চুরি যাওয়া মালামাল গুলো উদ্ধারের চেষ্টা করছি। প্রতিনিয়ত আমাদের টিম মাঠে কাজ করছে। চোর চক্র ধরতে আমাদের বাড়তি টিমও কাজ করছে। অচিরেই সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে। 
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন