হরভজন সিং: ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট করা উচিত


এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দৃঢ় অবস্থান নিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং। তার মতে, পাকিস্তানের বিপক্ষে ভারতের এই ম্যাচ বয়কট করা উচিত।
সম্প্রতি বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল) পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ম্যাচ বাতিলের অন্যতম ভূমিকা রাখেন হরভজন। সেই সময় ভারত চ্যাম্পিয়নস দলে ছিলেন শিখর ধাওয়ান, যুবরাজ সিং, ইরফান পাঠান, সুরেশ রায়না এবং ইউসুফ পাঠান। পহেলগামে জঙ্গি হামলার প্রতিবাদেই পাকিস্তানের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানান তারা।
এশিয়া কাপের সূচি অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর গ্রুপপর্বে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। তবে হরভজন মনে করেন, ম্যাচটির কোনো প্রয়োজন নেই।
তার ভাষায়, যে সৈন্য সীমান্তে দাঁড়িয়ে দেশের জন্য প্রাণ দিচ্ছেন, তার আত্মত্যাগের তুলনায় ক্রিকেট ম্যাচ খুবই তুচ্ছ। আমাদের সরকার বলেছে, রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। সীমান্তে যখন লড়াই চলছে, তখন পাকিস্তানের সঙ্গে মাঠে নামা উচিত নয়। দেশ সবার আগে।
তিনি আরও বলেন, পাকিস্তানকে ক্রিকেটে অতিরিক্ত গুরুত্ব দেওয়া বন্ধ করা উচিত। এ বিষয়ে সংবাদমাধ্যমেরও দায়িত্বশীল ভূমিকা থাকা দরকার। আপনি খেলোয়াড়, অভিনেতা বা যেই হোন না কেন কেউ জাতির চেয়ে বড় নয়। দেশের স্বার্থে ম্যাচ বয়কট করা খুবই ছোট একটি ত্যাগ।
হরভজনের মতে, পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয়দের হাত মেলানোও উচিত নয়। এশিয়া কাপের গ্রুপ ‘এ’তে ভারতের সাথে রয়েছে পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত।
