অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ম্যাচ সরাসরি দেখার পুরো গাইড


অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে বর্তমানে বাংলাদেশ ‘এ’ দল দেশটিতে রয়েছে। গত বছর রানার্সআপ হলেও বাংলাদেশের ভক্তরা সরাসরি ম্যাচ দেখার সুবিধা পায়নি। এবার সেই সমস্যা দূর হয়েছে। দেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি পুরো টুর্নামেন্ট অস্ট্রেলিয়ার সেভেন প্লাস স্পোর্টস চ্যানেল থেকেও লাইভ দেখার সুযোগ থাকবে।
গতবার প্রথম আসরে আকবর আলীর নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশ এইচপি দল। ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে শিরোপা হাতছাড়া করলেও সেই সাফল্য এবার ক্রিকেটপ্রেমীদের বাড়তি উচ্ছ্বাস জোগাচ্ছে।
এবার বাংলাদেশ ‘এ’ দল তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে শক্তিশালী স্কোয়াড নিয়ে অস্ট্রেলিয়া গেছে। নেতৃত্বে আছেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। আগামী ১৪ আগস্ট পাকিস্তান শাহীন্সের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে দল। এরপর ১৬ আগস্ট নেপাল, ১৭ আগস্ট পার্থ স্করচার্স, ১৯ আগস্ট নর্দান টেরিটরি, ২১ আগস্ট মেলবোর্ন স্টারস ও ২৩ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে লিগ পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড
নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, জিশান আলম, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, তোফায়েল আহমেদ, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।
দৈএনকে/ জে .আ
