বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • সরকারের নীতি ও অস্বচ্ছ সিদ্ধান্তে ওষুধ শিল্পে সংকট: মির্জা ফখরুল মালয়েশিয়া সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা গোপালগঞ্জ স্বেচ্ছাসেবক দল নেতা সুজন সিকদার গ্রেপ্তার বিএনপি ক্ষমতায় এলে পুলিশ হত্যা মামলায় ফাঁসানো হতে পারে আনিসুলদের মামলা প্রত্যাহার, জিএম কাদেরের কার্যক্রমে আর বাধা নেই ৫ দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের এক মাসের আলটিমেটাম সরকারকে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহারে ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ স্বাভাবিক বিশিষ্ট শিক্ষাবিদ ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক যতীন সরকার আর নেই ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না: অর্থ উপদেষ্টা তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর: খোলা হলো ৪৪ গেইট
  • অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ম্যাচ সরাসরি দেখার পুরো গাইড

    অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ম্যাচ সরাসরি দেখার পুরো গাইড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে বর্তমানে বাংলাদেশ ‘এ’ দল দেশটিতে রয়েছে। গত বছর রানার্সআপ হলেও বাংলাদেশের ভক্তরা সরাসরি ম্যাচ দেখার সুবিধা পায়নি। এবার সেই সমস্যা দূর হয়েছে। দেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি পুরো টুর্নামেন্ট অস্ট্রেলিয়ার সেভেন প্লাস স্পোর্টস চ্যানেল থেকেও লাইভ দেখার সুযোগ থাকবে।

    গতবার প্রথম আসরে আকবর আলীর নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশ এইচপি দল। ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে শিরোপা হাতছাড়া করলেও সেই সাফল্য এবার ক্রিকেটপ্রেমীদের বাড়তি উচ্ছ্বাস জোগাচ্ছে।

    এবার বাংলাদেশ ‘এ’ দল তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে শক্তিশালী স্কোয়াড নিয়ে অস্ট্রেলিয়া গেছে। নেতৃত্বে আছেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। আগামী ১৪ আগস্ট পাকিস্তান শাহীন্সের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে দল। এরপর ১৬ আগস্ট নেপাল, ১৭ আগস্ট পার্থ স্করচার্স, ১৯ আগস্ট নর্দান টেরিটরি, ২১ আগস্ট মেলবোর্ন স্টারস ও ২৩ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে লিগ পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ।

    বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড

    নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, জিশান আলম, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, তোফায়েল আহমেদ, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন