বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • বিএনপি ক্ষমতায় এলে পুলিশ হত্যা মামলায় ফাঁসানো হতে পারে আনিসুলদের মামলা প্রত্যাহার, জিএম কাদেরের কার্যক্রমে আর বাধা নেই ৫ দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের এক মাসের আলটিমেটাম সরকারকে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহারে ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ স্বাভাবিক বিশিষ্ট শিক্ষাবিদ ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক যতীন সরকার আর নেই ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না: অর্থ উপদেষ্টা তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর: খোলা হলো ৪৪ গেইট নির্বাচনের তফসিলের আগে সরকার থেকে সরে আসবেন উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে উদ্বেগ রয়ে গেছে: মার্কিন প্রতিবেদন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • শুটিংসেটে শায়লা সাথীকে মারলেন আরোহী মিম

    শুটিংসেটে শায়লা সাথীকে মারলেন আরোহী মিম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কয়েক দিন আগে আলোচনায় এসেছেন অভিনেত্রী শায়লা সাথী। ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষস্থান দখল করে ছিল শায়লা সাথী অভিনীত নাটক ‘নিয়তির খেলা’। এছাড়াও শীর্ষ ১০-এ জায়গা পায় তার আরেক নাটক ‘মাটির মেয়ে’। তবে সম্প্রতি তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে।

    পার্থিব সজিবের সঙ্গে একটি প্ল্যাটফরমে কাজ শুরু করেছিলেন শায়লা সাথী। সেই একই প্ল্যাটফরমে কাজ করেন অভিনেত্রী আরোহী মিম। শনিবার শুটিং সেটেই অভিনেত্রী শায়লা সাথীকে মেরেছেন আরেক অভিনেত্রী আরোহী মিম। এসময় তিনি নাকি জুতাও মেরেছেন অভিনেত্রীর দিকে।

    অভিনেত্রী আরোহী মিম বিষয়টি স্বীকার করে বলেন, ‘এটা সত্য যে সাথীর জন্য আমাদের টিমের অনেক মেম্বার চলে গেছে, চলে যেতে বাধ্য হয়েছে। অনেকের রিজিক মেরেছে ও। গত এক দেড় বছরে আমার বিরুদ্ধে এতো বেশি ষড়যন্ত্র করেছে, এতো বেশি পলিটিকস করেছে যে আমার মাথা গরম হয়ে গেছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি।’

    আরোহী মিম বলেন, সে অভিযোগ করেছে কোনো এক শুটিং হাউজের প্রোডাকশনের মাধ্যমে ওকে নাকি মেরে ফেলতে চাইছিলাম। কী ভয়ঙ্কর সে। সে এটা বলে বেড়াচ্ছে। অনেকদিন ধরেই শুনতেছিলাম সে এটা বলে বেড়াচ্ছে যে- আরোহি আমাকে এসব বলেছে। আসলে সে আমাকে পছন্দ করে না, লাস্ট এক দেড় বছর ধরে সে আমার পেছনে লেগে আছে।

    সে আমকে জেলাস ফিল করে। কিন্তু আমাকে নিয়ে তার এতো কী প্রবলেম, জানি না। আমার সঙ্গে সে একটা বাজে জিনিস সৃষ্টি করতেছে।’

    সমস্ত অভিযোগ মিথ্যা উল্লেখ করে মিম বলেন, আমার বিরুদ্ধে সে কেন এইসব মিথ্যা অভিযোগ দিচ্ছে এই মেয়ে আমি ঠিক বুঝতেছি না। সে আমাকে বলতেছে তুমি এটা করছ, আমি বললাম কোথায় করছি সে বলছে নাইন্টিজের শুটে। আমাদের একটা সিরিজ ছিল নাইন্টিজ নাম। ওখানে নাকি এটা করেছি, আমি তাকে জিজ্ঞেস করলাম, কার মাধ্যমে? সে বললো প্রোডাকশন বয়, আমি বললাম তাহলে প্রোডাকশন বয়কে নিয়ে আসো। খোঁজ নিয়ে দেখলাম সেই প্রোডাকশন বয় নাকি এখন মিডিয়াতে কাজই করে না। তাঁর মানে এটা হলো সে বানিয়ে বানিয়ে বলতেছে। কোনো প্রমাণ নেই। যার কারণে এটা নিয়ে ঝামেলা হয়েছে। এটার কারণে আমি তাঁর গায়ে হাত তুলেছি। আমি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এটা করেছি। দোষ করে ও, আবার স্ট্যাটাস দিয়ে ভিক্টিম সাজে।’

    মিম বলেন, ‘বাংলাদেশের দর্শকেরা বোকা আসলে। ও যা বলে তাই বিশ্বাস করে। সবার পেছনে পেছনে লাগে। সে ভদ্র সেযে থাকে, মানুষের সাথে ভদ্রভাবে কথা বলে। কি ডেঞ্জারাস সে। বাইরে সে রূপ দেখায় তা সত্যি নয়, ভেতরে সম্পূর্ণই আলাদা একটা রূপ।’

    এদিকে পার্থিব সজিব ও শায়লা সাথীর মধ্যে সম্পর্কের কথা শোনা যাচ্ছে। সজিব বিবাহিত ও তার সংসার রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন