বিশ্ববাজারে চালের দাম নিম্নমুখী, দেশে ঊর্ধ্বগতি


বিশ্ববাজারে চালের দাম নেমেছে আট বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। গত বছরের তুলনায় সব ধরনের চালের গড় দাম কমেছে প্রায় ১৩ শতাংশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
বিশ্বজুড়ে চালের দাম কমলেও বছরের ব্যবধানে দেশে দাম বেড়েছে প্রায় ১৬ শতাংশ।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা ফিনানশিয়াল টাইমসের এক প্রতিবেদন বলছে, রেকর্ড উৎপাদন ও ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় চালের সরবরাহ বেড়েছে বিশ্বজুড়ে। সেই সঙ্গে, থাইল্যান্ড ও ভিয়েতনামে উৎপাদন বৃদ্ধিকেও দাম কমার কারণ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।
এদিকে, উল্টো চিত্র দেশের বাজারে। গত জুলাইয়ে বাজারে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ৬ টাকা। এমনকি চালের ভরা মৌসুমেও বাজারে দাম বেড়েছে।
সংশ্লিষ্টদের মতে, সময়মতো আমদানি না করায় দেশের বাজারে কারসাজির সুযোগে বেড়ে যায় চালের দাম।
দৈএনকে/জে, আ
