বুধবার, ৩০ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • রংপুরে হিন্দুপাড়ায় হামলার ঘটনায় ৫ জন গ্রেপ্তার রাশিয়ার উত্তর কুরিলস্কে ভূমিকম্প ও সুনামির জেরে জরুরি অবস্থা জারি জাল ও বেআইনি রায়ের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাত দিনের রিমান্ডে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা কাজ করছি: প্রধান উপদেষ্টা ভোলার সাবেক ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা দেলোয়ারের কালো ইতিহাস জুলাই সনদের খসড়া মেনে নেবে না এনসিপি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার শীর্ষে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৯ সেপ্টেম্বর ১০ আগস্ট খসড়া, ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আখতারের বক্তব্যে নিয়ে যা বললেন নীলা ইস্রাফিল
  • ছাদ বাগানীদের জন্য ১২টি টিপস

     ছাদ বাগানীদের জন্য ১২টি টিপস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছাদ বাগানীদের জন্য সহজে এই টিপসগুলো মেনে চলুন,তাহলে সফল হতে পারবেন আশা করি। ছাদ বাগানীদের জন্য ১২টি কার্যকরী টিপস নিন্মে দেয়া হলোঃ

    কোকোপিট ব্যবহার করুন:

    মাটির সঙ্গে কোকোপিট (নারকেলের ছোবলার গুড়া) মেশান। এটি পানি ধরে রাখে, আবার অতিরিক্ত পানি নিষ্কাশন করে। গাছ দ্রুত গজায়, ওজনও কম।

    খৈল-পচা পানি দিন:

    সরিষার খৈল ৫-১৫ দিন পচিয়ে পানি তৈরি করুন। এটি গাছের জন্য প্রাকৃতিক ‘বিরিয়ানি’। গন্ধ কমাতে গুড় মেশাতে পারেন।

    বায়োডামা সলিট ব্যবহার করুন:

    মাটির ক্ষতিকর ছত্রাক দমন ও জৈব সার হিসেবে বায়োডামা কার্যকর। মাটি ঝুরঝুরে হয়।

    ভালো জাতের বীজ নিন:

    নিজে বীজ শোধন করে চারা তৈরি করা উত্তম। ছত্রাকনাশক (ম্যানসার/মেটারিল) দিয়ে বীজ ভিজিয়ে নিন।

    বেশি গাছ নয়, পর্যাপ্ত জায়গা দিন:

    একটা টবে একটি গাছই দিন। ফলনের জন্য গাছে পর্যাপ্ত আলো-বাতাস ও পুষ্টি দরকার।

    সহজ মাচা তৈরি করুন:

    ফলের ক্রেটের চারপাশে লাঠি বেঁধে লতানো গাছের জন্য মাচা তৈরি করুন। মাটিতে ৪০% জৈব সার (পাতা পচা/ভার্মি/গোবর) দিন।

    নিয়মিত নিম কীটনাশক স্প্রে করুন:

    সপ্তাহে একবার নিম কীটনাশক এবং মাসে একবার ইপসম সল্ট ও হাইড্রোজেন পারঅক্সাইড স্প্রে করুন।

    শাকসবজি দিয়ে শুরু করুন:

    ডাটা, পুই, লালশাক, ধনেপাতা লাগিয়ে দ্রুত ফলাফল পাবেন। প্রেরণা পাবেন। লালশাকের জন্য নেট ব্যবহার করুন।

    ফুল ঝরা রোধ করুন:

    ফুল এলে প্রানোফিক্স/মিরাকুরান স্প্রে করুন। পরাগায়ন না হলে নিজে হাতে করুন। ম্যানসার, মেটারিল ও অনুখাদ্য রাখুন।

    পানি দিতে হবে বুঝে-শুনে:

    অতিরিক্ত পানি বা পানি-স্বল্পতা গাছের শত্রু। গাছের চাহিদা অনুযায়ী পানি দিন।

    পাতা ও পোকা পর্যবেক্ষণ করুন:

    পাতার নিচে দেখুন, পোকা থাকলে সে ক্স ফোরেমান ফাঁদ দিন। ছিদ্র হলে সাইপারমেত্রিন দিন।

    ঘরোয়া কীটনাশক বানান:

    রসুন ও লবঙ্গ বেটে পানি স্প্রে করুন। মরিচ গাছে নেপথলিন বেঁধে দিন। পাতার কোকড়ানো সমস্যা হলে ইমিটাফ/ভেকটিন ব্যবহার করুন।

    সব চেষ্টা করে কাজ না হলে গাছের অবস্থান পরিবর্তন করুন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ