বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • সরকারের ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট: তারেক রহমান জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে বিভ্রান্তি দূর করতে স্বচ্ছ ব্যাখ্যার আহ্বান এনসিপির সারা দেশের ১০২ জন এসি (ল্যান্ড) কে প্রত্যাহার করল সরকার অন্তর্বর্তী সরকারের এক্সিট পলিসি নির্ধারণের সময় এসেছে: ড. দেবপ্রিয় সাঁতারে নতুন ইতিহাস, ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি বাংলাদেশিদের গাজীপুরে আসন বাড়াতে ও বাগেরহাটে কমাতে নির্বাচন কমিশনের প্রস্তাব রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ে আত্মতুষ্টি নয়, প্রয়োজন কঠোর নজরদারি ও জবাবদিহিতা গণঅভ্যুত্থান দিবস ঘিরে নাশকতার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০টির বেশি হত্যাকাণ্ড, চুরি-ডাকাতির ঘটনাও উদ্বেগজনক খালেদা জিয়া সুস্থ, তিনি নির্বাচনে অংশ নেবেন: আবদুল আউয়াল মিন্টু
  • রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনায় মামলা

    রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনায় মামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরের গঙ্গাচড়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনায় অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। 

    মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে একজন ভুক্তভোগী গঙ্গাচড়া মডেল থানায় মামলাটি করেন। তবে মামলার বাদীর নাম জানা যায়নি। ঘটনার দুদিন পর অবশেষে মামলা করা হলো।

    রাত পৌনে ৮টার দিকে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিকেলে ওই হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত একজন মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে মামলার বাদীর নাম প্রকাশ করা যাচ্ছে না।

    একই তথ্য জানিয়েছে গঙ্গাচড়া মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান। 

    তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের বাড়ীতে হামলার ঘটনায় বিকেলে একটি মামলা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে আপাতত বাদীর নাম পরিচয় প্রকাশ্যে আনা হচ্ছে না।

    ওসি আরও বলেন, এ ঘটনায় আমরা প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

    উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গত শনিবার (২৬ জুলাই) রঞ্জন কুমার রায় নামে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। 

    এ ঘটনায় পাশের এলাকার লোকজন এসে আলদাতপুর ছয়আনি বালাপাড়া হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ওই শিক্ষার্থীর বাড়ি মনে করে ভাঙচুর চালান। পরদিন রোববার আরেক দফা ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা দাবি করেন।

    এতে ১২টির মতো পরিবারের ঘরবাড়ি তছনছ হয়। আতঙ্কে অনেক পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেন বলে জানান ভুক্তভোগীরা। হামলা ঠেকাতে গিয়ে এক পুলিশ সদস্যও আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের হিসাবে ১২টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট হয়েছে।

    এদিকে আটক রঞ্জন কুমার রায়কে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখিয়ে রোববার (২৭ জুলাই) আদালতের মাধ্যমে কিশোর পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ