রবিবার, ০৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • পবিত্র আশুরা জুলুমের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় প্রেরণা জোগাবে: প্রধান উপদেষ্টা ৭-০ গোলের জয়ে বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ নারী দল বাঁচা-মরার ম্যাচে শ্রীলঙ্কাকে ২৪৯ রানের লক্ষ্য দিলো টাইগাররা মুজিববাদের নতুন পাহারাদারদের ঠাঁই নেই: বগুড়ায় নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬ ডেঙ্গুতে জর্জরিত বরিশাল-চট্টগ্রাম, আক্রান্ত বাড়ছেই... পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দমনপীড়ন এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান নিয়মরক্ষার ম্যাচেও জয়ে চোখ ঋতুপর্ণাদের দায়িত্বজ্ঞানহীন শটে মিরাজের বিদায়, চাপে বাংলাদেশ ছাত্রদের ঢাল হয়ে দাঁড়ানো সেই মাসুদ আলম এখন রমনার ডিসি
  • বোয়ালখালীর শ্রীপুর খরণদ্বীপে বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

    বোয়ালখালীর শ্রীপুর খরণদ্বীপে বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের বোয়ালখালীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খেজুর গাছ ও বিভিন্ন প্রজাতির ওষুধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল ৩টায় ঐতিহাসিক শ্রীপুর বুড়া মসজিদ চত্বরে পরিবেশ রক্ষায় গ্রীণ চট্টগ্রাম অ্যালায়েন্সের উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন ও ব্যতিক্রমধর্মী এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    এতে ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের মোতাওয়াল্লী মো. নুরুন্নবী চৌধুরীর সৌজন্যে খেজুর গাছ ও বিভিন্ন প্রজাতির ওষুধি গাছের চারা রোপণ ও বিতরণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিমূলক এক ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার, ঐতিহাসিক শ্রীপুর বুড়া মসজিদের খতিব অধ্যক্ষ আল্লামা শোয়াইব রেজা (ম.জি.আ), বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় আমাদের স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন।

    এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব চিন্তাধারায় উদ্বুদ্ধ করবে। 
    আয়োজক সংগঠন গ্রীণ চট্টগ্রাম অ্যালায়েন্স জানায়, তারা পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় জীববৈচিত্র্য রক্ষায় ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন