শনিবার, ০৫ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম

দায়িত্বজ্ঞানহীন শটে মিরাজের বিদায়, চাপে বাংলাদেশ

দায়িত্বজ্ঞানহীন শটে মিরাজের বিদায়, চাপে বাংলাদেশ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দ্বিতীয় ওয়ানডেতে জয় দরকার ছিল যেকোনো মূল্যে। আগের ম্যাচে ৭৭ রানে হারের পর সিরিজে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশ দলের। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে দায়িত্ব নিতে ব্যর্থ হলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

সেট ব্যাটার পারভেজ ইমনের বিদায়ের পর ক্রিজে নামেন মিরাজ। দলের বিপর্যয়ের মুহূর্তে সবার আশা ছিল, অভিজ্ঞ এই অলরাউন্ডার তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে জুটি গড়ে দলকে এগিয়ে নেবেন। কিন্তু সে প্রত্যাশা পূরণ হয়নি। বরং দায়িত্বজ্ঞানহীন এক শট খেলে দলকে আরও চাপে ফেলেছেন অধিনায়ক।

দুশমন্ত চামিরার অফপেস বলে হুক করতে গিয়ে টাইমিং হারান মিরাজ। লং লেগ ও ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দুইজন ফিল্ডার থাকা সত্ত্বেও সে শট খেলা ছিল স্পষ্ট ভুল। ফলাফল—ডিপ স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা পাতুম নিসাঙ্কার সহজ ক্যাচে পরিণত হয়ে মাত্র ৯ রানে ফিরেছেন তিনি। খেলেছেন ১০ বল, মেরেছেন মাত্র ১টি চার।

মিরাজের বিদায়ে ১২৬ রানে বাংলাদেশের চতুর্থ উইকেট পতন ঘটে। ক্রিজে তখন ১৫ রানে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। নতুন ব্যাটার হিসেবে নামেন শামীম হোসেন পাটোয়ারী।

উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৭৭ রানে হেরে যায় বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোনও বিকল্প নেই টাইগারদের সামনে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন