শনিবার, ০৫ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম

ডেঙ্গুতে জর্জরিত বরিশাল-চট্টগ্রাম, আক্রান্ত বাড়ছেই...

ডেঙ্গুতে জর্জরিত বরিশাল-চট্টগ্রাম, আক্রান্ত বাড়ছেই...
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৪ জন। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এসব রোগী বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত রোগীদের বড় একটি অংশ বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। এই দুই বিভাগেই অর্ধেকের বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তবে স্বস্তির খবর, এই সময়ের মধ্যে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু সংক্রমণ বাড়ার ঝুঁকি থাকে। তাই সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং দ্রুত চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে শনিবার (৫ জুলাই) জানানো হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশন এর বাইরে ২৩ জন, ঢাকা উত্তর সিটিতে ৩১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৮ জন এবং রাজশাহী বিভাগে ৩৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই দিনে ৩৩৭ জন রোগী হাসপাতাল থেকে ডেঙ্গু মুক্ত হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে ১০ হাজার ৬৭৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১১ হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই বছর ডেঙ্গুতে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ