মুজিববাদের নতুন পাহারাদারদের ঠাঁই নেই: বগুড়ায় নাহিদ ইসলাম


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র ও সনদের প্রশ্নে যাঁরা টালবাহানা করছেন, তাঁরা মূলত মুজিববাদের নতুন পাহারাদার। তাদের জন্য আগামীর বাংলাদেশে কোনো স্থান নেই।
শনিবার (৫ জুলাই) দুপুরে বগুড়া শহরের সাতমাথা মুক্তমঞ্চে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই কোনো আবেগ নয়, এটি একটি রাজনৈতিক দর্শন। এটি আমাদের সংবিধানের অংশ হবে—এটাই জনগণের প্রত্যাশা। যারা এই ইতিহাসকে অস্বীকার করতে চায়, তারা প্রতিরোধের মুখে পড়বে। আমরা বিচারের দাবি নিয়ে এগিয়ে যাচ্ছি।
বগুড়া জেলা অতীতে বৈষম্যের শিকার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চব্বিশের অভ্যুত্থানের পর দেশের প্রশাসন, পুলিশ ও বিচার ব্যবস্থায় নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। না হলে যারা পুরোনো কায়দায় শাসন চালাতে চায়, তাদের পরিণতি হবে ফ্যাসিস্টদের মতো।
‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি রংপুর বিভাগের সব জেলা ঘুরে শনিবার শেষ হয় বগুড়ায়। কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টা ৩০ মিনিটে পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে পদযাত্রা শুরু হয় এবং দুপুরে সাতমাথা মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসনীম জারা প্রমুখ।
আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসরদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। আমরা নতুন সংবিধান, বিচার ও সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়তে চাই।
সমাবেশে বগুড়া জেলা ও আশপাশের এলাকা থেকে শত শত মানুষ অংশ নেন।
