মানবতাবিরোধী অপরাধে দলীয়ভাবে বিচার সম্ভব: অ্যাটর্নি জেনারেল


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসঙ্গ টেনে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, কোনো রাজনৈতিক দল যদি মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকে, তাহলে দল হিসেবেও বিচার করা যেতে পারে। এ ছাড়া ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন না বলেও জানান তিনি।
শনিবার (৫ জুলাই) এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, যে দলটি এখন নিষিদ্ধ, তাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সহযোগিতা করেছে, তারাও অপরাধে সহায়তা করেছে বলে বিবেচিত হবে।
তিনি আরও বলেন, এই ধরনের অপরাধ শুধু ব্যক্তিগত নয়, দলীয়ভাবেও এর দায় থেকে মুক্তি নেই। আন্তর্জাতিক মানদণ্ড মেনেই বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন