পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দমনপীড়ন এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান


পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১০ মহররম ইসলামের ইতিহাসে ত্যাগ, সাহসিকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। এদিন কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাত এক মহৎ আদর্শের প্রতিনিধিত্ব করে, যা যুগে যুগে মজলুমদের অনুপ্রেরণা যুগিয়েছে।
শনিবার (৫ জুলাই) দেওয়া বাণীতে তিনি বলেন, ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ ছিল অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিরুদ্ধে একটি ন্যায়সঙ্গত সংগ্রাম। আজও সেই চেতনা আমাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রেরণা দেয়।
বিগত ১৬ বছরে বাংলাদেশে যে দমন-পীড়ন ও জবাবদিহিহীন শাসন চলছে তা তুলে ধরে তারেক রহমান বলেন, আওয়ামী লীগ সরকার দেশে গুম, বিচার বহির্ভূত হত্যা, ভোটাধিকার হরণ ও দুর্নীতির এক অন্ধকার যুগ কায়েম করেছে। এসব কর্মকাণ্ড ছিল অন্যায়ের পক্ষে দাঁড়ানো এজিদ বাহিনীর মতোই পৈশাচিক।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারারুদ্ধ রাখা ও সুচিকিৎসা থেকে বঞ্চিত করাও ছিল ক্ষমতার অপব্যবহারের চরম নিদর্শন। দেশছাড়া নেতাদের নিষ্ঠুর শাসন এবং দমন-পীড়নের নীতি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।
তারেক রহমান আশুরার শিক্ষার আলোকে ন্যায়বিচার ও মানবিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজও আমাদের অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে।
