শনিবার, ০৫ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • পবিত্র আশুরা জুলুমের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় প্রেরণা জোগাবে: প্রধান উপদেষ্টা ৭-০ গোলের জয়ে বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ নারী দল বাঁচা-মরার ম্যাচে শ্রীলঙ্কাকে ২৪৯ রানের লক্ষ্য দিলো টাইগাররা মুজিববাদের নতুন পাহারাদারদের ঠাঁই নেই: বগুড়ায় নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬ ডেঙ্গুতে জর্জরিত বরিশাল-চট্টগ্রাম, আক্রান্ত বাড়ছেই... পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দমনপীড়ন এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান নিয়মরক্ষার ম্যাচেও জয়ে চোখ ঋতুপর্ণাদের দায়িত্বজ্ঞানহীন শটে মিরাজের বিদায়, চাপে বাংলাদেশ ছাত্রদের ঢাল হয়ে দাঁড়ানো সেই মাসুদ আলম এখন রমনার ডিসি
  • ঝিনাইদহে এলজিইডি’র সাবেক প্রকৌশলী’র জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

    ঝিনাইদহে এলজিইডি’র সাবেক প্রকৌশলী’র জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঝিনাইদহে এলজিইডির সাবেক প্রকৌশলী ফজল আহাম্মদ এর পৈত্রিক জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

    ফজল আহাম্মদ জানান, ঝিনাইদহ মৌজায় এস.এ রেকর্ড এর ৬২০/১ খতিয়ানের ৮০৪ নং দাগে ৬ শতাংশ জমির মালিক তার বাবা মোঃ ফজলুর রহমান।

    এই জমি তার বাবা ৯৫ সালে তাকে হেবা দলিলের মাধ্যমে দান করেন।কিন্তু চাকরির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় কর্মরত থাকা অবস্থায় তার পাশের জমির মালিক, সাবেক গণবাহিনীর লিডার ভূমিদস্যূ আব্দুল গফুর, যশোর ভূমি অফিস থেকে অসদুপায়ে আরএস রেকর্ড করে উক্ত জমি দখল করেন।এরপর প্রকৌশলী ফজল আহাম্মদ।

    ঝিনাইদহ আদালতে রেকর্ড সংশোধনের মামলা করেন।উক্ত মামলা চলাকালীন অবস্থায় সম্পূর্ণ বেআইনি ভাবে, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু’র সাথে যোগসাজশে জোরপূর্বক আব্দুল গফুর সেখানে বহুতল ভবন নির্মাণ করেন।নিজ জমি ফিরে পেতে ভূমি জরিপ এর জন্য ঝিনাইদহ পৌরসভায় ফজল আহাম্মদ আবেদন করলেও সেটা বন্ধ করতে নানা তদবির করছেন আব্দুল গফুর।এ বিষয়ে আব্দুল গফুরের কাছে জানতে চাইলে তিনি বলেন,জমি নিয়ে আদালতে মামলা চলছে,এখন জমি মাপার কোন প্রশ্নই আসে না। 

    ঝিনাইদহ সদর পৌরসভার নিযুক্ত এ্যাঃ বদিউজ্জামান বদি’র কাছে জমি মাপার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জমি মাপার কথা ছিলো, কিন্তু হঠাৎ আব্দুল গফুর নোটিশ দিয়েছেন, এজন্য জমির মাপ স্হগিত রয়েছে। উল্লেখ্য ফজল আহম্মদ পৈতিক সম্পত্তি ফিরে পাওয়া জন্য আদালতে মামলা করেন ২০০২ সালে, আর ভূমিদস্যূ ও অবৈধ দখলদার আব্দুল গফুর আদালতে মামলা করেন ২০২৪ সালে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন