নরসিংদীর পাঁচদোনা টু ডাঙ্গা চারলেন সড়ক ঘিরে বেড়েছে অপরাধ


নরসিংদীর পাঁচদোনা থেকে ডাঙ্গা পর্যন্ত নির্মাণাধীন চারলেন সড়কটি উন্নয়নের পাশাপাশি ধীরে ধীরে পরিণত হচ্ছে অপরাধীদের নিরাপদ আশ্রয়ে। এই আধুনিক সড়ক যেমন সাধারণ মানুষের যাতায়াতে নতুন গতি এনেছে, তেমনি বাড়িয়ে দিয়েছে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড।
ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান পাঁচদোনা মোড় থেকে শুরু হয়ে সংযোগ সড়কটি গ্রামের ভেতর দিয়ে ডাঙ্গা বাজার অতিক্রম করে শীতলক্ষ্যা নদীর ঘাট পর্যন্ত বিস্তৃত। নদী পার হলেই শুরু হয় গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার সীমানা। এক সময় এই সড়ক ছিল সরু ও অপ্রশস্ত। বর্তমানে এখানে গড়ে উঠছে চারলেন বিশিষ্ট মহাসড়ক, যা নরসিংদী-ঢাকা- গাজীপুর সংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তবে সড়ক উন্নয়নের পাশাপাশি বাড়ছে ছিনতাই, মাদক বেচাকেনা ও অপরাধীদের বিচরণ। বিশেষ করে এই সড়কের পাশে অবস্থিত একাধিক ইটভাটাকে কেন্দ্র করে অপরাধীরা গড়ে তুলেছে নিরাপদ আস্তানা। এসব এলাকা সন্ধ্যার পর হয়ে ওঠে ছিনতাইকারীদের ঘাঁটি। পথচারীদের কাছ থেকে মোবাইল, টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে দ্রুতই তারা ইটভাটার ফাঁকা জায়গা ব্যবহার করে পালিয়ে যায়।
এছাড়া, মাদক ব্যবসায়ীদের জন্যও এই রাস্তাটি হয়ে উঠেছে নিরাপদ রুট। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর নির্দিষ্ট কিছু স্থানে বাইকে করে আগত অপরিচিত ব্যক্তিদের মাধ্যমে মাদকের হাতবদল ও খুচরা বিক্রি ঘটে। এসব কার্যক্রমের ফলে এলাকাবাসীর মধ্যে উৎকণ্ঠা ও আতঙ্ক বাড়ছে।
ডাঙ্গা এলাকার এক ব্যবসায়ী বলেন, সন্ধ্যার পর রাস্তাটি ভয়ংকর রূপ নেয়। ইটভাটার পাশে মোটরসাইকেলে কিছু লোকজন এসে দাঁড়িয়ে থাকে। আমরা বুঝি এখানে কিছু একটা হচ্ছে, কিন্তু কেউ কিছু বলার সাহস পায় না। এলাকাবাসী ও পথচারীদের দাবি, সড়ক উন্নয়নের পাশাপাশি প্রয়োজন পর্যাপ্ত আলোকসজ্জা, নিয়মিত পুলিশি টহল এবং সিসিটিভি নজরদারি।
