"যাদের জামানত বাজেয়াপ্ত হবে, তারাই পিআর নির্বাচন চায়": সালাহউদ্দিন আহমদ


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে, তারাই সংখ্যানুপাতিক বা পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন চায়—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৫ জুলাই) দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে বক্তব্য দেন তিনি।
সালাহউদ্দিন বলেন, “সম্প্রতি সোহরাওয়ার্দী উদ্যানে কয়েকটি দল সমাবেশ করেছে। তারা নিম্নকক্ষ ও উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায়। যারা একসময় হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছিল, তারাও এখন পিআর নির্বাচনের কথা বলে। এটা হাস্যকর।”
ছাত্র সংগঠনের প্রসঙ্গে তিনি বলেন, “একটি ছাত্রদল বারবার বলছে—নির্বাচনে যাবে না। তাদের দাবি, মৌলিক রাজনৈতিক সংস্কার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া নির্বাচনে অংশ নেবে না। তবে তারা কীভাবে নির্বাচনে যাবে—তা বললে তো পরামর্শ দেওয়া যেত।”
এনসিপি নেতাদের উদ্দেশ্যে সালাহউদ্দিন বলেন, “চেতনার কথা শেখ মুজিব আর হাসিনাও বলত। তাই চেতনা নিয়ে বড় কথা না বলে, বাস্তব ভূমিকার মূল্য দিন। ‘জুলাই আন্দোলন’ শুধু আপনাদের একার সম্পদ নয়; বিএনপির নেতাকর্মীরাও এতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।”
বিএনপির এই নেতা বলেন, “সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে যারা আবারও বিনা ভোটে ক্ষমতা চায়, তাদের স্বপ্ন দুঃস্বপ্ন হয়েই থাকবে। দেশের জনগণ সেসব আর মেনে নেবে না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত ভোট দিন।”
তিনি অভিযোগ করে বলেন, “আওয়ামী ঘরানার কিছু লোক এখন সংস্কার কমিশনে গিয়ে বড় বড় কথা বলে, আর সন্ধ্যায় ফিরে গিয়ে খায়-দায়। সামান্য রঙ বদলিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।”
এন কে/বিএইচ
