রবিবার, ০৬ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • পবিত্র আশুরা জুলুমের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় প্রেরণা জোগাবে: প্রধান উপদেষ্টা ৭-০ গোলের জয়ে বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ নারী দল বাঁচা-মরার ম্যাচে শ্রীলঙ্কাকে ২৪৯ রানের লক্ষ্য দিলো টাইগাররা মুজিববাদের নতুন পাহারাদারদের ঠাঁই নেই: বগুড়ায় নাহিদ ইসলাম ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬ ডেঙ্গুতে জর্জরিত বরিশাল-চট্টগ্রাম, আক্রান্ত বাড়ছেই... পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দমনপীড়ন এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান নিয়মরক্ষার ম্যাচেও জয়ে চোখ ঋতুপর্ণাদের দায়িত্বজ্ঞানহীন শটে মিরাজের বিদায়, চাপে বাংলাদেশ ছাত্রদের ঢাল হয়ে দাঁড়ানো সেই মাসুদ আলম এখন রমনার ডিসি
  • পবিত্র আশুরা জুলুমের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় প্রেরণা জোগাবে: প্রধান উপদেষ্টা

    পবিত্র আশুরা জুলুমের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠায় প্রেরণা জোগাবে: প্রধান উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র আশুরা মানবজাতিকে জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় শক্তি ও সাহস যোগাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। পবিত্র আশুরা উপলক্ষে শনিবার (৫ জুলাই) দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

    বাণীতে ড. ইউনূস বলেন, “শোকাবহ আশুরার এই দিনে আমি ইসলামের মহান সংস্কারক, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং কারবালার প্রান্তরে শাহাদতবরণকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”

    তিনি বলেন, “ইসলাম একটি শান্তি, সত্য ও ন্যায়ের ধর্ম। এই মহান আদর্শ সমুন্নত রাখতে গিয়ে হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসেন (রা.), তাঁর পরিবারবর্গ ও সাহাবিগণ ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন।”

    প্রধান উপদেষ্টা আরও বলেন, “অত্যাচারীর জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে ইমাম হোসেন (রা.)-এর প্রতিবাদ এবং আত্মত্যাগ ইতিহাসে চিরকাল বীরত্ব, সাহস ও ন্যায়বোধের অনন্য উদাহরণ হয়ে থাকবে।”

    তিনি বলেন, “কারবালার শোকাবহ ঘটনার পাশাপাশি আশুরা ইসলামের ইতিহাসে এক ফজিলতপূর্ণ দিন। হাদিস অনুযায়ী, পবিত্র আশুরার দিনে রাসুল (সা.) রোজা পালনের ওপর গুরুত্বারোপ করেছেন এবং তা দ্বিগুণ রোজার মাধ্যমে পালন করতে উৎসাহ দিয়েছেন।”

    বাণীর শেষে ড. ইউনূস পবিত্র আশুরার মহিমা হৃদয়ে ধারণ করে মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য বেশি বেশি নেক আমল করার আহ্বান জানান। পাশাপাশি তিনি সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা এবং মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অগ্রগতি কামনা করেন।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন