নিয়মরক্ষার ম্যাচেও জয়ে চোখ ঋতুপর্ণাদের


মিয়ানমারকে হারিয়ে এএফসি মহিলা এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করার পর দল রয়েছে আত্মবিশ্বাসে ভরপুর ও চাঙা মেজাজে।
আজ শনিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে আফঈদা-ঋতুপর্ণারা। আগেই মূল পর্বে উঠলেও জয় ধরে রাখতে চাইছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের শেষ দিনে স্বাগতিক মিয়ানমার মুখোমুখি হবে বাহরাইনের। ইতোমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ, ফলে এই ম্যাচটি তাদের জন্য কেবল নিয়মরক্ষার হলেও, আন্তর্জাতিক ম্যাচ হিসেবে গুরুত্ব হারাচ্ছে না।
পিটার বাটলারের শিষ্যরা চায় শতভাগ জয় নিয়ে বাছাই পর্ব শেষ করতে এবং আত্মবিশ্বাস নিয়ে দেশে ফিরতে। কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের লক্ষ্য, প্রতিটি ম্যাচে নিজেদের সেরা পারফরম্যান্স তুলে ধরা এবং বড় প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেওয়া।
এবারের বাছাই পর্ব থেকে মোট ৮টি দল সুযোগ পাবে আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য মূল পর্বে। বাংলাদেশ সেই টিকিট নিশ্চিত করলেও, বাকিদের জন্য এখনও প্রতিযোগিতা চলমান। আয়োজক দেশ অস্ট্রেলিয়া ছাড়াও গত আসরের চ্যাম্পিয়ন চীন, রানার্সআপ দক্ষিণ কোরিয়া এবং তৃতীয় স্থান অর্জনকারী জাপান সরাসরি খেলবে এবারের আসরে।
এই এশিয়ান কাপ শুধুই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই নয়—এটি নারী বিশ্বকাপ ও অলিম্পিক গেমসের জন্য বাছাই পর্ব হিসেবেও বিবেচিত হয়। দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশ দল এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে, লক্ষ্য তাদের প্রথম নারী বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ করা। পরবর্তী নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৭ সালে, ব্রাজিলে।
