"মেসিকে ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনা মায়ামির, বাড়তে পারে চুক্তির মেয়াদ"


আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে বর্তমান চুক্তি ২০২৫ সালের শেষ পর্যন্ত থাকলেও, যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি চাইছে তাকে আরও দীর্ঘমেয়াদে ধরে রাখতে। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ক্লাবটি ইতোমধ্যে মেসির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা শুরু করেছে।
ইন্টার মায়ামি চায়, ক্লাবের নতুন স্টেডিয়াম ‘মায়ামি ফ্রিডম পার্ক’-এর উদ্বোধন হোক মেসির উপস্থিতিতে, যা তার সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্কের ইঙ্গিত দেয়।
সাম্প্রতিক সময়ে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি ক্লাব মেসিকে দলে টানতে আগ্রহী বলে গুঞ্জন ছড়ালেও, ইন্টার মায়ামি ও মেসি উভয় পক্ষই আপাতত একসঙ্গে ভবিষ্যৎ পথচলায় আগ্রহী বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি ২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দেন দুই বছর ছয় মাস মেয়াদি ‘ডিজিগনেটেড প্লেয়ার’ চুক্তিতে। এই চুক্তি অনুযায়ী, তিনি ২০২৫ সালের মেজর লিগ সকার (এমএলএস) মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবটির হয়ে মাঠে নামবেন।
তবে এরই মধ্যে ক্লাবটির মালিকপক্ষ চাইছে, মেসিকে আরও দীর্ঘ মেয়াদে দলে রেখে দিতে। ইন্টার মায়ামির মালিক হোর্হে মাস সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, “মেসিকে ধরে রাখতে যা কিছু করা প্রয়োজন, আমরা তা করব। আমাদের স্বপ্ন হলো—২০২৬ মৌসুমের শুরুতে যেদিন নতুন স্টেডিয়াম ‘মায়ামি ফ্রিডম পার্ক’ উদ্বোধন হবে, সেদিন মেসি আমাদের হয়ে মাঠে নামবেন।”
মেসিকে ঘিরে ক্লাবের উচ্চ প্রত্যাশা ও ভালোবাসার কথা জানিয়ে হোর্হে মাস আরও বলেন, “চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই মেসির। তবে আমরা এমন পরিবেশ গড়ে তুলেছি যাতে করে সে নিজেকে ইন্টার মায়ামির পরিবারের অংশ মনে করে। আমরা চাই, সে এখানেই ক্যারিয়ার শেষ করুক এবং আমাদের সঙ্গে আরও সাফল্য অর্জন করুক।”
মেসির পারফরম্যান্সও ক্লাবটির প্রত্যাশা পূরণ করছে। গত মৌসুমে এমএলএসে তিনি ৩৮ ম্যাচে করেছেন ৩১ গোল ও ২২টি অ্যাসিস্ট। ২০২৪ সালে পেয়েছেন এমএলএসের ‘এমভিপি’ খেতাব। এছাড়া কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ২০২৪ ও ২০২৫ মিলিয়ে ৯ ম্যাচে করেছেন ৭ গোল ও ২টি অ্যাসিস্ট।
চুক্তি নবায়ন নিয়ে মেসি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে ধারণা করা হচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।
এদিকে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ শেষে ইন্টার মায়ামি আবার মাঠে ফিরছে শনিবার। এমএলএসের নিয়মিত ম্যাচে তারা মুখোমুখি হবে কানাডার ক্লাব সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে।
