এনবিআরের অস্থিরতা মোকাবেলায় ৫ সদস্যের কমিটি: অর্থ উপদেষ্টা


অন্তর্বর্তী সরকারের অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঘিরে চলমান অস্থিরতা নিরসনে সরকার ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি শক্তিশালী উপদেষ্টা কমিটি গঠন করেছে। এই কমিটি আলোচনা ও সংস্কারের মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করবে।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “রাজস্ব খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সমস্যা চিহ্নিত করবে, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবে এবং প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবনা দেবে।”
ব্যাংক খাত ও সঞ্চয়পত্র নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সঞ্চয়পত্রে অতিমুনাফা নির্ধারণ করলে সবাই সঞ্চয়পত্রের দিকেই ঝুঁকবে। এতে ব্যাংকে আমানতের পরিমাণ কমে যাবে এবং ব্যাংক খাতে তারল্য সংকট তৈরি হতে পারে। বিষয়টি ভারসাম্য রেখে বিবেচনা করতে হবে।”
তিনি আরও বলেন, “সঞ্চয়পত্রের মুনাফা হার বাড়িয়ে দিলে মানুষ ব্যাংকের চেয়ে সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহী হবে। অথচ ব্যাংকেরও অর্থ সরবরাহ প্রয়োজন রয়েছে। তাই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে।”
দেশের ব্যাংক খাতের সংকট প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, “খারাপ ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক পুনর্বাসনের চেষ্টা করছে। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে। ‘ব্যাংক রেজুলেশন অ্যাক্ট’ প্রণয়ন করা হয়েছে যাতে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার নিশ্চয়তা থাকে।”
তিনি আশ্বস্ত করে বলেন, “কারও টাকা মার যাবে না। সরকার জনগণের অর্থ সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ। তবে কিছু সময় লাগতে পারে, কারণ অনেকে অবৈধভাবে টাকা নিয়ে গেছে।”
দৈএনকে/ জে. আ
