শনিবার, ০৫ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম

"রাশিয়া-ইউক্রেন যুদ্ধে চীনের দৃঢ় অবস্থান: পরাজয় মেনে নেবে না"

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সম্পর্কে চীনের অবস্থান স্পষ্ট করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন জানিয়েছে, তারা রাশিয়ার পরাজয় মেনে নেবে না।

বৃহস্পতিবার (৩ জুলাই) বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে বৈঠক করেন ওয়াং ই। ওই বৈঠকে কাজা কালাস চীনের অবস্থান জানতে চাইলে ওয়াং ই জানান, "চীন কখনও রাশিয়ার পরাজয় মেনে নেবে না। আমরা রাশিয়াকে শক্তিশালী হতে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

কী কারণে চীনের এই অবস্থান— তা ও ব্যাখ্যা করেছেন ওয়াং ই। তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়া পরাজিত হলে যুক্তরাষ্ট্রের মনযোগের কেন্দ্রে চলে আসবে চীন এবং এশিয়া-প্রশান্ত অঞ্চল এবং সেক্ষেত্রে ওয়াশিংটনের একমাত্র লক্ষ্যবস্তু হবে চীন।

তবে ওয়াং ই দাবি করেছেন, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত মস্কোকে কোনো সামরিক সহায়তা দেয়নি বেইজিং। ইইউ’র পররাষ্ট্র বিভাগের প্রধানকে তিনি বলেছেন, “চীন যদি রাশিয়াকে সহায়তা দিত, তাহলে এ যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে যেতো।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি সাইবার নিরাপত্তা, বিরল খনিজ উপাদান, এবং ইইউ-চীন দ্বিপাক্ষিক বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বৈঠকে কথা বলেছেন কাজা কালাস এবং ওয়াং ই।

আরও পড়ুন: বিয়ে করতে গিয়ে মৃত্যুর কোলে বর, গাড়ি উল্টে প্রাণ গেল ৮ জনের
পরের দিন শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ের সময় মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং-কে এ প্রসঙ্গে প্রশ্ন করেন সাংবাদিকরা। মাও নিং বলেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধে চীনের অবস্থান নৈর্ব্যক্তিক। চীন চায় কূটনীতি, সংলাপ এবং শান্তিপূর্ণ উপায়ে এই যুদ্ধের অবসান হোক। কারণ এ যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়— তাহলে কোনো পক্ষই লাভবান হবে না।”


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ