শনিবার, ০৫ জুলাই ২০২৫
Natun Kagoj

‘বিগ বিউটিফুল বিল’ পাস, বড় জয় ট্রাম্পের

‘বিগ বিউটিফুল বিল’ পাস, বড় জয় ট্রাম্পের
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে শেষ বাধাও পেরিয়ে গেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত ‘বিগ বিউটিফুল বিল’। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে কর হ্রাস ও সরকারি ব্যয়ের বিস্তৃত এই প্যাকেজটি অল্প ব্যবধানে পাস হয়।

রিপাবলিকান নিয়ন্ত্রিত নিম্নকক্ষে ২১৮-২১৪ ভোটে বিলটি অনুমোদন পায়। এরপর স্পিকার মাইক জনসন এতে স্বাক্ষর করেন। বিলটি ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত, যা পাস হওয়ায় এটি তার জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

বিলটি নিয়ে রিপাবলিকান দলেই ছিল তীব্র মতবিরোধ। অনেক আইনপ্রণেতা সরকারি ব্যয়ের বাড়তি চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে শেষ পর্যন্ত দলের জ্যেষ্ঠ নেতাদের সমর্থন পেয়ে এটি পাস হয়।

বিলটি পাসের পর প্রেসিডেন্ট ট্রাম্প তার দলীয় সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান। এখন তার স্বাক্ষরের পরই এটি আইনে পরিণত হবে।

এর আগে মঙ্গলবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিলটি কোনোরকম উতরে যায়। সিনেটে বিলটি ৫১-৫০ ভোটে পাস হয়। বিলের পক্ষে-বিপক্ষে সমান ভোট পড়ায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ‘টাই’ ভেঙে বিলের পক্ষে ভোট দেন। বিলটির বিপক্ষে ভোট দেওয়া ডেমোক্র্যাটদের ৪৭ সদস্যের সঙ্গে ৩ জন রিপাবলিকানও যোগ দেন।

এই বিলে কম আয়ের মার্কিন নাগরিকদের জন্য মেডিকেইড নামের স্বাস্থ্য কর্মসূচি ও খাদ্যসহায়তা কর্মসূচির খরচ থেকে প্রায় ৯৩ হাজার কোটি ডলার কাটাছাঁটের কথা বলা হয়েছে। এতে লাখ লাখ আমেরিকান স্বাস্থ্য বিমার বাইরে চলে যাবেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন