শনিবার, ০৫ জুলাই ২০২৫
Natun Kagoj

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চুয়াডাঙ্গার জীবননগরের উথলী রেল স্টেশনের কাছে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উথলী স্টেশন থেকে প্রায় ১০০ গজ দূরে দর্শনা অভিমুখী মূল লাইনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন চুয়াডাঙ্গার দিকে যাওয়ার সময় উথলী স্টেশনের ক্রসিং পার হয়ে মূল লাইনে ওঠার মুহূর্তে শেষের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ওই বগিটি রেলকর্মীদের বিশ্রামঘর হিসেবে ব্যবহৃত হতো।

এ ঘটনায় খুলনার সঙ্গে দেশের অন্যান্য রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু রায় জানান, বিষয়টি পাকশী বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হবে না।


এন কে/বিএইচ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন