শনিবার, ০৫ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দমনপীড়ন এজিদ বাহিনীর সমতুল্য: তারেক রহমান নিয়মরক্ষার ম্যাচেও জয়ে চোখ ঋতুপর্ণাদের দায়িত্বজ্ঞানহীন শটে মিরাজের বিদায়, চাপে বাংলাদেশ ছাত্রদের ঢাল হয়ে দাঁড়ানো সেই মাসুদ আলম এখন রমনার ডিসি সাকিবের রাজনৈতিক ভূমিকা শহীদদের আত্মত্যাগের প্রতি বেঈমানি: আমিনুল ফেসবুকে ১,০০০ ফলোয়ারে কি টাকা পাওয়া যায়? জানুন বাস্তব তথ্য "সিরিজ বাঁচাতে ডু অর ডাই ম্যাচে ব্যাটিংয়ে মিরাজের দল" অনলাইনে শুল্ক-কর পরিশোধে চালু হলো ‘এ-চালান’ সেবা ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে: প্রেস সচিব ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের নির্বাচনী অযোগ্য ঘোষণা’
  • চিকিৎসকদের চেয়েও নির্ভুল রোগ নির্ণয় করবে মাইক্রোসফটের এআই

    চিকিৎসকদের চেয়েও নির্ভুল রোগ নির্ণয় করবে মাইক্রোসফটের এআই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিকিৎসা বিজ্ঞানে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ‘এআই ডায়াগনস্টিক অর্কেস্ট্রেটর’ নামের একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল উন্মোচন করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির দাবি, রোগ নির্ণয়ে এই প্রযুক্তি চিকিৎসকদের তুলনায় চার গুণ বেশি নির্ভুল।

    এটি মাইক্রোসফটের নতুন স্বাস্থ্যবিষয়ক এআই ইউনিটের প্রথম প্রকল্প, যার নেতৃত্ব দিচ্ছেন ডিপমাইন্ড-এর সহ-প্রতিষ্ঠাতা মুস্তাফা সুলেইমান। তিনি গুগলের মালিকানাধীন ডিপমাইন্ডের অভিজ্ঞ গবেষকদের নিয়ে এই উদ্ভাবনে যুক্ত হয়েছেন।

    ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস–এর প্রতিবেদন অনুযায়ী, সুলেইমান বলেন, “এই প্রযুক্তি শুধু রোগ শনাক্তে নয়, বরং স্বাস্থ্য খাতে কর্মীসংকট, দীর্ঘ অপেক্ষা ও চিকিৎসা ব্যয়ের মতো বড় সমস্যা সমাধানে বড় ভূমিকা রাখবে। এটি এক বিশাল পরিবর্তন নিয়ে আসবে।”

    'এমএআই-ডিএক্সও' নামে পরিচিত এই টুলটি পাঁচটি উন্নত এআই মডেলের সমন্বয়ে কাজ করে, যেখানে প্রতিটি মডেল ‘ভার্চুয়াল ডাক্তার’ হিসেবে রোগ বিশ্লেষণ করে এবং যৌথভাবে চিকিৎসা পরামর্শ নির্ধারণ করে। পুরো প্রক্রিয়াটি তদারকি করে একটি 'অর্কেস্ট্রেটর', যা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।

    গবেষণায় অভাবনীয় সাফল্য

    নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনের ৩০৪টি জটিল রোগ সংক্রান্ত গবেষণাকে ভিত্তি করে টুলটির কার্যকারিতা যাচাই করা হয়। গবেষকরা ‘চেইন অব ডিবেট’ নামে একটি পদ্ধতি প্রয়োগ করেন, যেখানে এআইকে প্রতিটি সিদ্ধান্তের পেছনের যুক্তি ব্যাখ্যা করতে হয়।

    এতে ব্যবহৃত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) এসেছে ওপেনএআই, মেটা, গুগল, অ্যানথ্রপিক, এক্সএআই এবং ডিপসিকের কাছ থেকে। এই মডেলগুলোর মধ্যে ওপেনএআইয়ের ‘O3’ রিজনিং মডেল সবচেয়ে ভালো ফল দেয়—৮৫.৫ শতাংশ কেসে সঠিক সিদ্ধান্ত নেয়।

    তুলনায় অভিজ্ঞ চিকিৎসকের সঠিক সিদ্ধান্ত গ্রহণের হার ছিল মাত্র ২০ শতাংশ। যদিও পরীক্ষায় চিকিৎসকদের পাশে কোনো সহায়ক উপকরণ বা সহকারী ছিল না।

    সাধারণ ব্যবহারকারীর জন্যও উন্মুক্ত হতে পারে

    মাইক্রোসফট জানিয়েছে, এই টুলের একটি সংস্করণ কোপাইলট চ্যাটবট ও বিং সার্চ ইঞ্জিনে যুক্ত করা হতে পারে, যেখানে প্রতিদিন প্রায় ৫ কোটির বেশি স্বাস্থ্য–সম্পর্কিত প্রশ্ন আসে।

    উল্লেখ্য, মাইক্রোসফট ইতোমধ্যে ওপেনএআইতে ১৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে এবং তাদের প্রযুক্তি ব্যবহারে একচেটিয়া অধিকার অর্জন করেছে। যদিও দুই প্রতিষ্ঠানের মধ্যে বাণিজ্যিকীকরণ নিয়ে কিছু দ্বন্দ্ব রয়েছে বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস

    তবে এসব বিভেদের মাঝেও নিরপেক্ষ ও সমন্বিত বিশ্লেষণের ওপর জোর দিচ্ছে মাইক্রোসফট। সুলেইমান বলেন, “কোনো একটি নির্দিষ্ট মডেল নয়, বরং বিভিন্ন এআই মডেলের সম্মিলিত বিশ্লেষণই আমাদের লক্ষ্য।”

    ডিপমাইন্ডের স্বাস্থ্য ইউনিটের সাবেক প্রধান ডমিনিক কিং বলেন, “এমএআই-ডিএক্সও এখন পর্যন্ত সবচেয়ে নির্ভুল ফলাফল দিয়েছে। এটি ভবিষ্যতের স্বাস্থ্যসেবার দরজা খুলে দিতে পারে।”

    স্ক্রিপস রিসার্চ ট্রান্সলেশনাল ইনস্টিটিউট-এর প্রতিষ্ঠাতা ও হৃদরোগ বিশেষজ্ঞ এরিক টোপল এই প্রযুক্তিকে জেনারেটিভ এআই–এর বাস্তব প্রয়োগ হিসেবে উল্লেখ করে বলেন, “এটি খরচ কমাবে, নির্ভুলতা বাড়াবে এবং স্বাস্থ্য খাতের চেহারাই বদলে দিতে পারে।”


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন