শনিবার, ০৫ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম

১৫ বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে: প্রেস সচিব

১৫ বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে: প্রেস সচিব
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গত ১৫ বছরে বাংলাদেশে সাংবাদিকতা পেশার কার্যক্রম, স্বাধীনতা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়গুলো জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৫ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, বিগত সরকার আমলে সাংবাদিকতা ছিল নিয়ন্ত্রিত। সেই অবস্থা থেকে বেরিয়ে এসে স্বাধীন সাংবাদিকতা প্রতিষ্ঠার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। তিনি আরও জানান, কোনো গোয়েন্দা সংস্থা বা এজেন্সি যেন গণমাধ্যমকে ভয় দেখাতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সভায় তিনি সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করার কথাও বলেন। সেই সঙ্গে সম্প্রচার সাংবাদিকদের জন্য আলাদা কমিশন, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং আলাদা বেতন কাঠামো গঠনের পক্ষে মত দেন।

সভায় বক্তারা প্রশ্ন তোলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের পর চার মাস পার হলেও এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই কেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ