রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
Natun Kagoj

লক্ষ্যহীন দুই বছরের যুদ্ধ চালালেও সফল হয়নি ইসরায়েল

লক্ষ্যহীন দুই বছরের যুদ্ধ চালালেও সফল হয়নি ইসরায়েল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দুই বছর ধরে চলমান রক্তক্ষয়ী সামরিক অভিযানের পরও দখলদার ইসরায়েল তাদের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়নি বলে দাবি করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

খলিল আল হাইয়া বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের মূল পরিকল্পনা ছিল দুটি। এক. গাজা উপত্যকা পুরোপুরি দখল করা এবং প্রায় ২০ লক্ষ মানুষকে জোরপূর্বক উৎখাত করা। দুই. বন্দিদের মুক্ত করা।

হামাস নেতার মতে, ইসরায়েল উভয় উদ্দেশ্যেই ব্যর্থ হয়েছে। গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞের ফলে মৃত জিম্মিদের লাশ উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। তবে, হাইয়া স্পষ্ট করেন যে চুক্তির শর্তানুসারে হামাস বাকি জিম্মিদের মরদেহ ফিরিয়ে দেবে।

শীর্ষ এই হামাস নেতা গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, দখলদার শক্তি গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে অবৈধ বাধা সৃষ্টি করছে।

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের দিকে ইঙ্গিত করে বলেন, আমেরিকান কর্মকর্তারা প্রতিদিনই বলছেন “যুদ্ধ শেষ,” কিন্তু গাজার বর্তমান বাস্তবতা ভিন্ন। হাইয়ার দাবি, মার্কিন প্রেসিডেন্টের পক্ষে ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

খলিল আল হাইয়া পুনর্ব্যক্ত করেন যে হামাস ইসরায়েলকে নতুন করে কোনো আগ্রাসনের অজুহাত দেবে না। তার কথায়, তাদের অস্ত্র কেবল প্রতিরোধের প্রতীক, যা দখলদারিত্ব শেষ হলে রাষ্ট্রের অধীনে চলে যাবে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন