রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
Natun Kagoj

কিয়ামতের দিনে আল্লাহর একমাত্রত্বের বার্তা: "আমি একমাত্র বাদশাহ"

কিয়ামতের দিনে আল্লাহর একমাত্রত্বের বার্তা:
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইসলামি শিক্ষায় কিয়ামতের দিন আল্লাহ তায়ালা আকাশকে ডান হাতে গুটিয়ে নেবেন এবং ঘোষণা করবেন, “আমি একমাত্র বাদশাহ”। এই সময় পৃথিবীর সব বাদশাহ ও রাজা তাদের অস্তিত্ব হারাবে এবং আল্লাহর একমাত্রত্ব প্রতিষ্ঠিত হবে।

সহিহ বুখারীতে (৬৫১৯ নম্বর) বর্ণিত হাদিসে বলা হয়েছে যে, বিশ্বের সব রাজা ও ক্ষমতাধারী ব্যক্তির ক্ষমতা কিয়ামতের দিন আল্লাহর কাছে অমূল্য এবং সাময়িক। এই হাদিস মুসলমানদের মনে করিয়ে দেয় যে, চূড়ান্ত শক্তি ও কর্তৃত্ব শুধুমাত্র আল্লাহর হাতে এবং মানবসভ্যতার সমস্ত ক্ষমতা তাঁর সান্নিধ্যের তুলনায় ক্ষুদ্র।

বিশেষজ্ঞরা বলছেন, এই হাদিস কেবল আধ্যাত্মিক শিক্ষা নয়, বরং এটি সমাজ ও মানবজীবনের মূল্যায়ন এবং শক্তির সাময়িকতা বোঝার এক গুরুত্বপূর্ণ বার্তা। মুসলিমদের জন্য এটি মনে করিয়ে দেয় যে, দুনিয়ার সব মর্যাদা, ক্ষমতা ও সম্পদ অস্থায়ী এবং চূড়ান্ত কর্তৃত্ব আল্লাহর হাতে।


দৈএনকে/জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন