কিয়ামতের দিনে আল্লাহর একমাত্রত্বের বার্তা: "আমি একমাত্র বাদশাহ"

ইসলামি শিক্ষায় কিয়ামতের দিন আল্লাহ তায়ালা আকাশকে ডান হাতে গুটিয়ে নেবেন এবং ঘোষণা করবেন, “আমি একমাত্র বাদশাহ”। এই সময় পৃথিবীর সব বাদশাহ ও রাজা তাদের অস্তিত্ব হারাবে এবং আল্লাহর একমাত্রত্ব প্রতিষ্ঠিত হবে।
সহিহ বুখারীতে (৬৫১৯ নম্বর) বর্ণিত হাদিসে বলা হয়েছে যে, বিশ্বের সব রাজা ও ক্ষমতাধারী ব্যক্তির ক্ষমতা কিয়ামতের দিন আল্লাহর কাছে অমূল্য এবং সাময়িক। এই হাদিস মুসলমানদের মনে করিয়ে দেয় যে, চূড়ান্ত শক্তি ও কর্তৃত্ব শুধুমাত্র আল্লাহর হাতে এবং মানবসভ্যতার সমস্ত ক্ষমতা তাঁর সান্নিধ্যের তুলনায় ক্ষুদ্র।
বিশেষজ্ঞরা বলছেন, এই হাদিস কেবল আধ্যাত্মিক শিক্ষা নয়, বরং এটি সমাজ ও মানবজীবনের মূল্যায়ন এবং শক্তির সাময়িকতা বোঝার এক গুরুত্বপূর্ণ বার্তা। মুসলিমদের জন্য এটি মনে করিয়ে দেয় যে, দুনিয়ার সব মর্যাদা, ক্ষমতা ও সম্পদ অস্থায়ী এবং চূড়ান্ত কর্তৃত্ব আল্লাহর হাতে।
দৈএনকে/জে .আ