মিরপুরে আজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয়ের লক্ষ্য নিয়ে মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসে উজ্জীবিত টাইগাররা এবার চোখ রাখছে সিরিজ নিশ্চিত করার দিকে।
টানা চার ম্যাচ পর ওয়ানডেতে জয়ের স্বাদ পাওয়া বাংলাদেশ দল এখন দারুণ ফর্মে আছে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং— তিন বিভাগেই উন্নতির ছাপ রাখছে খেলোয়াড়রা। অধিনায়ক আশা করছেন, দলের এই ধারাবাহিকতা বজায় থাকলে সাড়ে তিন বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দ উদযাপন করবে বাংলাদেশ।
অন্যদিকে, হার এড়াতে মরিয়া ক্যারিবীয়রা সিরিজে ফিরতে চায় দ্বিতীয় ম্যাচেই। ফলে মিরপুরের ম্যাচটি হতে যাচ্ছে সমানে সমান লড়াইয়ের।
এমন ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
বিস্তারিত আসছে...
