শান্তি নগরে ঝোপ থেকে নবজাতক উদ্ধার


খাগড়াছড়ি শহরের শান্তি নগর এলাকার একটি ঝোপ থেকে এক ছেলে নবজাতক শিশু উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) গভীর রাতে ড্রেনের পাশে ঝোপঝাড়ে স্থানীয় এক নারী শিশুটির কান্না শুনতে পেয়ে তাকে উদ্ধার করেন।
ঘটনাটি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ আবদুল বাতেন মৃধা জানান, খবর পেয়ে সদর থানার এসআই আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত শিশুটিকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। নবজাতকটি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সেনা কমান্ডারের মানবিক উদ্যোগ:
নবজাতকটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম। তিনি সদর থানার পুলিশ ও স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাৎক্ষণিক আর্থিক সহায়তা হিসেবে পাঁচ হাজার টাকা প্রদান করেছেন।
জোন কমান্ডার জানিয়েছেন, শিশুটির যাবতীয় চিকিৎসা খরচ তিনি বহন করবেন এবং ভবিষ্যতেও তিনি নবজাতকটির পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন। তাঁর এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
