বুধবার, ২২ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, মোট মৃত ২৫৩ অর্থনীতির স্থিতিশীলতা বিপন্ন করছে তিনটি চ্যালেঞ্জ অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি: বাড়িভাড়া আরও বাড়ছে বুধবার থেকে শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত নিলেন শিক্ষক-কর্মচারীরা বাবা সিআরসেভেনের স্বপ্ন পূরণের পথে এগোচ্ছে ছেলে রোনালদো জুনিয়র যে উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে সংলাপ এড়ায়, তার প্রয়োজন নেই শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর অক্ষত পণ্যের তালিকা প্রকাশ বিএনপি মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ অন্তর্বর্তী সরকারের উদ্যোগে নভেম্বর থেকে শুরু হচ্ছে যুবকদের আত্মরক্ষার প্রশিক্ষণ আজ মান উন্নয়নের লক্ষ্যে বিশ্ব মান দিবস পালিত হচ্ছে
  • শান্তি নগরে ঝোপ থেকে নবজাতক উদ্ধার

    শান্তি নগরে ঝোপ থেকে নবজাতক উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়ি শহরের শান্তি নগর এলাকার একটি ঝোপ থেকে এক ছেলে নবজাতক শিশু উদ্ধার করা হয়েছে।

    মঙ্গলবার (২০ অক্টোবর) গভীর রাতে ড্রেনের পাশে ঝোপঝাড়ে স্থানীয় এক নারী শিশুটির কান্না শুনতে পেয়ে তাকে উদ্ধার করেন।

    ঘটনাটি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ আবদুল বাতেন মৃধা জানান, খবর পেয়ে সদর থানার এসআই আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম দ্রুত শিশুটিকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। নবজাতকটি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    সেনা কমান্ডারের মানবিক উদ্যোগ:
    নবজাতকটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম। তিনি সদর থানার পুলিশ ও স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাৎক্ষণিক আর্থিক সহায়তা হিসেবে পাঁচ হাজার টাকা প্রদান করেছেন।

    জোন কমান্ডার জানিয়েছেন, শিশুটির যাবতীয় চিকিৎসা খরচ তিনি বহন করবেন এবং ভবিষ্যতেও তিনি নবজাতকটির পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন। তাঁর এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন