বুধবার, ২২ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, মোট মৃত ২৫৩ অর্থনীতির স্থিতিশীলতা বিপন্ন করছে তিনটি চ্যালেঞ্জ অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি: বাড়িভাড়া আরও বাড়ছে বুধবার থেকে শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত নিলেন শিক্ষক-কর্মচারীরা বাবা সিআরসেভেনের স্বপ্ন পূরণের পথে এগোচ্ছে ছেলে রোনালদো জুনিয়র যে উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে সংলাপ এড়ায়, তার প্রয়োজন নেই শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর অক্ষত পণ্যের তালিকা প্রকাশ বিএনপি মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ অন্তর্বর্তী সরকারের উদ্যোগে নভেম্বর থেকে শুরু হচ্ছে যুবকদের আত্মরক্ষার প্রশিক্ষণ আজ মান উন্নয়নের লক্ষ্যে বিশ্ব মান দিবস পালিত হচ্ছে
  • অন্তর্বর্তী সরকারের উদ্যোগে নভেম্বর থেকে শুরু হচ্ছে যুবকদের আত্মরক্ষার প্রশিক্ষণ

     অন্তর্বর্তী সরকারের উদ্যোগে নভেম্বর থেকে শুরু হচ্ছে যুবকদের আত্মরক্ষার প্রশিক্ষণ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকার যুবক ও যুবতীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আগামী নভেম্বরে শুরু হবে এই প্রশিক্ষণ কার্যক্রম। দেশের সাতটি বিকেএসপিতে অনুষ্ঠিত হবে প্রশিক্ষণ, যেখানে শতাধিক ব্যাচে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।

    এই প্রশিক্ষণ ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক ও যুবতীদের জন্য উন্মুক্ত থাকবে এবং মোট ৮ হাজার ৮৫০ জন অংশগ্রহণ করতে পারবে। প্রশিক্ষণ শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের সার্টিফিকেট ও অর্থমূলক ভাতা প্রদান করা হবে। সরকারের লক্ষ্য হলো যুবকদের আত্মরক্ষা সক্ষমতা বৃদ্ধি করা এবং বিপদকালীন পরিস্থিতিতে তাদের নিরাপত্তা সচেতনতা উন্নত করা।

     


    প্রশিক্ষণের বিষয়:
    জুডো, কারাতে, তায়কোয়ানদো ও আগ্নেয়াস্ত্র চালানো।

    কোন কেন্দ্রে কতজন প্রশিক্ষণ পাবেন:

    আবেদনের যোগ্যতা:
    প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহীদের শিক্ষগত যোগ্যতা হিসেবে এসএসসি উত্তীর্ণ হতে হবে। শারীরিক ও মানসিকভাবে সক্ষম হতে হবে।

    সুযোগ-সুবিধা ও ভাতা:
    নির্বাচিত প্রশিক্ষণার্থীদের বিকেএসপি কর্তৃক আবাসন, খাবার, ট্র্যাকসুট, টি-শার্ট ও কেডস দেয়া হবে। সফলতার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্নকারীদের প্রশিক্ষণ ভাতা হিসেবে ৪ হাজার ২০০ টাকা এবং সার্টিফিকেট প্রদান করা হবে।

    প্রশিক্ষণ শুরু ও মেয়াদ:
    আগামী ২২ নভেম্বর প্রশিক্ষণ শুরু হবে ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম।

    আবেদনের প্রক্রিয়া:
    প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা বিকেএসপির এই bkspds.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এছাড়া প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন