বিএনপি মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

ছবি: সংগৃহীত

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সাক্ষাৎটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।
উক্ত সাক্ষাৎকে কেন্দ্র করে রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। এতে দুই পক্ষের মধ্যে সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির বিষয়টিও গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে অংশ নেবে।

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন