বুধবার, ২২ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, মোট মৃত ২৫৩ অর্থনীতির স্থিতিশীলতা বিপন্ন করছে তিনটি চ্যালেঞ্জ অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি: বাড়িভাড়া আরও বাড়ছে বুধবার থেকে শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত নিলেন শিক্ষক-কর্মচারীরা বাবা সিআরসেভেনের স্বপ্ন পূরণের পথে এগোচ্ছে ছেলে রোনালদো জুনিয়র যে উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে সংলাপ এড়ায়, তার প্রয়োজন নেই শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর অক্ষত পণ্যের তালিকা প্রকাশ বিএনপি মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ অন্তর্বর্তী সরকারের উদ্যোগে নভেম্বর থেকে শুরু হচ্ছে যুবকদের আত্মরক্ষার প্রশিক্ষণ আজ মান উন্নয়নের লক্ষ্যে বিশ্ব মান দিবস পালিত হচ্ছে
  • চট্রগ্রাম বে-টার্মিনালের কাশবনে শিক্ষার্থীর রগ কাটা লাশ

    চট্রগ্রাম বে-টার্মিনালের কাশবনে শিক্ষার্থীর রগ কাটা লাশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‎‎চট্টগ্রাম নগরের বন্দর থানার বে-টার্মিনাল এলাকা থেকে শামিম মাসুদ খান (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর হাত-পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    ‎রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় আনন্দবাজার এলাকার আউটার রিং রোড সংলগ্ন সানসেট পয়েন্ট বীচ অ্যান্ড রিসোর্টের দক্ষিণ পাশে কাশবনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

    ‎আহত অবস্থায় তাকে কাতরাতে দেখা এক প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, শামিম নিজেই হাত-পায়ের রগ কাটেন। তবে এটি আত্মহত্যা নাকি খুন—এই দুই ধারণা নিয়েই তদন্ত এগিয়ে নিচ্ছে পুলিশ।

    ‎মৃত শামিম মাসুদ খান জয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি নগরীর বন্দর আবাসিক এলাকার বড়পোল এলাকায় স্বপরিবারে বসবাস করতেন।

    ‎ঘটনাস্থলে যাওয়া বন্দর থানার উপ-পরিদর্শক মনিরুল করিম বলেন, হাত-পায়ের রগ কাটা অবস্থায় স্থানীয়রা শামীমকে দেখতে পেয়ে হালিশহর থানাকে খবর দেয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ‎তিনি আরও জানান, রক্তাক্ত অবস্থায় কাশবনের ভেতরে শামীম পড়ে থাকতে দেখে এক প্রত্যক্ষদর্শী তার সঙ্গে কথা বলেন। ওই প্রত্যক্ষদর্শী পুলিশকে জানিয়েছেন, তখন শামীম কাতরাচ্ছিলেন। তিনি জানতে চান, কে বা কারা তাকে আহত করেছে। জবাবে শামীম জানান, তিনি নিজেই হাত-পায়ের রগ কেটেছেন।

    ‎প্রত্যক্ষদর্শীর এই বক্তব্যের সত্যতা যাচাই-বাছাই করবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

    ‎সিএমপি বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুল হাসান বলেন, ‘ওই শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে—সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন