কুড়িগ্রাম জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন


কুড়িগ্রাম জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) পুনর্গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০২৪এর ১৭ (ছ) ধারায় নির্ধারিত কার্যাবলী সম্পাদনের জন্য ধারা ১৭(ট) এর বিধান অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ৩ বছর মেয়াদী কমিশন কর্তৃক কুড়িগ্রাম জেলা দুর্নীতি প্রতিরোধ গঠন করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন শিক্ষাবিদ ও দৈনিক বাংলার মানুষ পত্রিকার সম্পাদক প্রফেসর মো: লিয়াকত আলী, সহ সভাপতি দারুল ফালাহ মাদ্রাসার পরিচালক মুফতি জোবায়ের আহমাদ, ডা. মহিউদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক আইনজীবী ব্যারিস্টার মো: রাজু মিয়া।
এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন সময় টিভির জেলা প্রতিনিধি মো: বাদশাহ্ সৈকতে প্রভাষক মো: রেজাউল করিম সরকার, সহকারী অধ্যাপক মো: মিজানুর রহমান, আইনজীবী আশরাফুল আলম মিঠু, আইনজীবী নাজমা খাতুন, অবসরপ্রাপ্ত শিক্ষক মো: গোলাম মোস্তফা, আইনজীবী মোছা: মাসুমা খাতুন কলি, অবসরপ্রাপ্ত শিক্ষক দেওয়ান এনামুল হক ও দৈনিক সকালের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহফুজার রহমান খন্দকার।
উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবার ২০২৫ তারিখে পূর্ববর্তী কমিটির নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করে নতুন কমিটি আগামী তিন বছর পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে।
