বুধবার, ২২ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, মোট মৃত ২৫৩ অর্থনীতির স্থিতিশীলতা বিপন্ন করছে তিনটি চ্যালেঞ্জ অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি: বাড়িভাড়া আরও বাড়ছে বুধবার থেকে শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত নিলেন শিক্ষক-কর্মচারীরা বাবা সিআরসেভেনের স্বপ্ন পূরণের পথে এগোচ্ছে ছেলে রোনালদো জুনিয়র যে উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে সংলাপ এড়ায়, তার প্রয়োজন নেই শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর অক্ষত পণ্যের তালিকা প্রকাশ বিএনপি মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ অন্তর্বর্তী সরকারের উদ্যোগে নভেম্বর থেকে শুরু হচ্ছে যুবকদের আত্মরক্ষার প্রশিক্ষণ আজ মান উন্নয়নের লক্ষ্যে বিশ্ব মান দিবস পালিত হচ্ছে
  • কুড়িগ্রাম জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন

    কুড়িগ্রাম জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুড়িগ্রাম জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) পুনর্গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০২৪এর ১৭ (ছ) ধারায় নির্ধারিত কার্যাবলী সম্পাদনের জন্য ধারা ১৭(ট) এর বিধান অনুযায়ী দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ৩ বছর মেয়াদী কমিশন কর্তৃক কুড়িগ্রাম জেলা দুর্নীতি প্রতিরোধ গঠন করা হয়।

    কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন শিক্ষাবিদ ও দৈনিক বাংলার মানুষ পত্রিকার সম্পাদক প্রফেসর মো: লিয়াকত আলী, সহ সভাপতি দারুল ফালাহ মাদ্রাসার পরিচালক মুফতি জোবায়ের আহমাদ, ডা. মহিউদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক আইনজীবী ব্যারিস্টার মো: রাজু মিয়া।

    এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন সময় টিভির জেলা প্রতিনিধি মো: বাদশাহ্ সৈকতে  প্রভাষক মো: রেজাউল করিম সরকার, সহকারী অধ্যাপক মো: মিজানুর রহমান, আইনজীবী আশরাফুল আলম মিঠু, আইনজীবী নাজমা খাতুন, অবসরপ্রাপ্ত শিক্ষক মো: গোলাম মোস্তফা, আইনজীবী মোছা: মাসুমা খাতুন কলি, অবসরপ্রাপ্ত শিক্ষক দেওয়ান এনামুল হক ও দৈনিক সকালের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহফুজার রহমান খন্দকার।

    উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবার ২০২৫ তারিখে পূর্ববর্তী কমিটির নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করে নতুন কমিটি আগামী তিন বছর পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন