বুধবার, ২২ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, মোট মৃত ২৫৩ অর্থনীতির স্থিতিশীলতা বিপন্ন করছে তিনটি চ্যালেঞ্জ অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি: বাড়িভাড়া আরও বাড়ছে বুধবার থেকে শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত নিলেন শিক্ষক-কর্মচারীরা বাবা সিআরসেভেনের স্বপ্ন পূরণের পথে এগোচ্ছে ছেলে রোনালদো জুনিয়র যে উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে সংলাপ এড়ায়, তার প্রয়োজন নেই শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর অক্ষত পণ্যের তালিকা প্রকাশ বিএনপি মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ অন্তর্বর্তী সরকারের উদ্যোগে নভেম্বর থেকে শুরু হচ্ছে যুবকদের আত্মরক্ষার প্রশিক্ষণ আজ মান উন্নয়নের লক্ষ্যে বিশ্ব মান দিবস পালিত হচ্ছে
  • যে উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে সংলাপ এড়ায়, তার প্রয়োজন নেই

    যে উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে সংলাপ এড়ায়, তার প্রয়োজন নেই
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেছেন, যে উপদেষ্টা শিক্ষকদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করতে অনীহা প্রকাশ করছেন, তাকে পদে রাখার কোনো প্রয়োজন নেই। তিনি আরও বলেন, শিক্ষকদের সঙ্গে সরাসরি সংলাপ করা হলো নেতৃত্বের দায়িত্বের অংশ, আর সেই দায়িত্বে অনীহুকদের কোনো স্থান নেই। হাসনাত আব্দুল্লাহ শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা ও কার্যকর নেতৃত্বের গুরুত্বের উপর জোর দিয়েছেন।

    মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে তিনি এ কথা বলেন।

    হাসনাত বলেন, ১০ দিন ধরে শিক্ষকরা এখানে আন্দোলন করছেন। আমরা প্রথম দিন থেকেই শিক্ষকদের এ ন্যায্য দাবির সঙ্গে অবস্থান নিয়েছি। প্রেস ক্লাব থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত আমরা শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি।

    শিক্ষা উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি দায়িত্ব নেওয়ার পর ভেবেছিলাম একটা শিক্ষা সংস্কার কমিশন করে শিক্ষকদের প্রাধান্য দিয়ে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করবেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, শিক্ষকদের যে দাবি সেটিকে রাষ্ট্রের প্রায়োরিটি লিস্টের সবসময় শেষের দিকে রাখা হয়।

    তিনি আরও বলেন, আপনার যে দারোয়ান, আপনার গাড়ির যে ড্রাইভার, এই গাড়ির ড্রাইভারের খোঁজ নিয়ে দেখেন ঢাকা শহরে পাঁচতলা বাড়ি রয়েছে। আপনার বাসায় যে রান্না করে, যে বাবুর্চি তাদের বেতন এই শিক্ষকদের বেতনের থেকেও বেশি। এই জাতি গড়ার কারিগররা জীবন-যাপন করেন চতুর্থ শ্রেণির।

    হাসনাত বলেন, আমরা ভেবেছিলাম এই শিক্ষা উপদেষ্টা যেহেতু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি শিক্ষকদের কষ্ট বুঝবেন। কিন্তু আমরা দেখলাম উনি আর রুম থেকে বের হতে চান না। শিক্ষকের সঙ্গে কথাই বলতে চান না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন