বাবা সিআরসেভেনের স্বপ্ন পূরণের পথে এগোচ্ছে ছেলে রোনালদো জুনিয়র


ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে রোনালদো জুনিয়র ইতিমধ্যেই বাবার মতো ফুটবল খেলার প্রতিভা প্রদর্শন করছেন। ১৪ বছর বয়সী এই তরুণ তার বাবার পায়ে হেঁটে মাঠে অভিজ্ঞতা অর্জন করছেন এবং তার সঙ্গে খেলতে চান সিআরসেভেন। চলতি বছরে রোনালদো এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি তার ছেলের সঙ্গে খেলতে আগ্রহী, তবে সেটা সম্পূর্ণভাবে তার ছেলের সক্ষমতা ও ইচ্ছার ওপর নির্ভর করছে। বাবা-পুত্রের এই স্বপ্ন ফুটবল প্রেমীদের জন্য এক অনন্য মুহূর্ত হয়ে উঠতে চলেছে।
৪০ বছরে পা দিয়েছেন রোনালদো। তবে তার যে ফিটনেস, তাতে আরও দুই থেকে তিন বছর অনায়াসেই খেলতে পারবেন। এমনকি তার পারফরম্যান্সেও পড়েনি বয়সের ছাপ। মাঠ দাপিয়ে নিয়মিত গোল করছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।
রোনালদো জুনিয়র জাতীয় দল কিংবা ক্লাবের মূল দলে সুযোগটা পেয়ে গেলে তবেই স্বপ্ন পূরণ হবে ক্রিশ্চিয়ানোর। বাবার ক্লাব আল নাসরের বয়সভিত্তিক দলে লেফট উইঙ্গার হিসেবে খেলছেন জুনিয়র। চলতি বছরের মে মাসে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলেও ডাক পেয়েছেন তিনি। বয়সভিত্তিক এ দলের হয়ে চার ম্যাচ খেলে জুনিয়র গোলও পেয়েছেন।
নতুন খবর হলো, বয়সভিত্তিক দলের খেলায় এক ধাপ উন্নতি করেছেন রোনালদো জুনিয়র। পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে ডাক পেয়েছেন তিনি। তুরস্কে ফেডারেশন কাপ সামনে রেখে পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দল ঘোষণা করা হয়। ২২ জনের দলে রোনালদো জুনিয়রকে রেখেছেন প্রধান কোচ ফিলিপে রামোস।
অনূর্ধ্ব-১৬ পর্যায়ের জাতীয় দলভিত্তিক এই টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলবেন জুনিয়র। ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। গ্রুপপর্বে পর্তুগালের প্রতিপক্ষ তুরস্ক, ওয়েলস ও ইংল্যান্ড।
গত মে মাসে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ক্রোয়েশিয়ায় একটি ডেভেলপমেন্ট টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে ২ গোল করে শিরোপা জেতান রোনালদো জুনিয়র। এতেই খুব দ্রুত অনূর্ধ্ব-১৬ দলে তাকে অন্তর্ভুক্ত করা হলো। জাতীয় দলে ছেলের সঙ্গে রোনালদোর খেলার স্বপ্নপূরণ হবে কি না, তা সময়ই বলে দেবে। তবে জুনিয়র যে সঠিক পথেই এগোচ্ছেন, তা বলায় যায়।
