মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে আজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা বাংলাদেশের ভবিষ্যৎ জাতীয়তাবাদের ভিত্তিতে গড়তে চান ফখরুল স্ত্রী সামিরাসহ ১১ জনের বিরুদ্ধে সালমান শাহ হত্যা মামলা বাঁচার লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন নাহিদা–মারুফা হযরত শাহজালাল বিমানবন্দরের আগুনে ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল নষ্ট টেলিগ্রামে তরুণীদের নগ্ন ভিডিও বিক্রির গ্রুপের বিরুদ্ধে মামলার নির্দেশ আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল মরক্কো সেমিফাইনাল কঠিন, বাংলাদেশ দখল করতে চায় ৫ নম্বর শাহজালালে অগ্নিকাণ্ড পরিস্থিতি স্বাভাবিক, আগুন পুরোপুরি নিভে গেছে ইতালিতে প্রধান উপদেষ্টার অনুষ্ঠানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার আমন্ত্রণ
  • কেন উইলিয়ামসন ও আরও দুই তারকা নিউজিল্যান্ড দলে ফিরলেন

    কেন উইলিয়ামসন ও আরও দুই তারকা নিউজিল্যান্ড দলে ফিরলেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। আগামী ২৬ অক্টোবর থেকে ইংল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাকে দলে রাখা হয়েছে।

    ৩৫ বছর বয়সী উইলিয়ামসন গত এক মাস ধরে শারীরিক সমস্যার কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ খেলেননি। বর্তমানে তিনি নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে ক্যাজুয়াল চুক্তিতে রয়েছেন।

    এর আগে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও জিম্বাবুয়ে সফর মিস করে খেলেছেন কাউন্টি ক্রিকেট ও ‘দ্য হান্ড্রেড’-এ। সম্প্রতি তিনি আইপিএলের লখনউ সুপার জায়ান্টসের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবেও নতুন ভূমিকায় যুক্ত হয়েছেন।

    তার সঙ্গে দলে ফিরছেন অলরাউন্ডার নাথান স্মিথ। জিম্বাবুয়ের বিপক্ষে আগস্টে প্রথম টেস্টে ইনজুরিতে পড়ে বাইরে ছিলেন তিনি।

    পুরোপুরি ফিট হয়ে এবার তিনি ফিরছেন ওয়ানডে দলে। উইকেটকিপার ব্যাটার টম ল্যাথামও ফিরছেন দলে।
    নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘কেন ও নাথান দুজনেই কঠোর পরিশ্রম করে নিজেদের ফিটনেস ফিরে পেয়েছে। আমরা সবাই জানি, কেন দলের জন্য কতটা মূল্যবান, তার অভিজ্ঞতা ও নেতৃত্বে আমরা আরো শক্তিশালী হবো।

    চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দলকে নেতৃত্ব দেওয়া মিচেল স্যান্টনার আবারও থাকছেন অধিনায়কের দায়িত্বে। তিনি ইতিমধ্যেই ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে অংশ নিচ্ছেন।

    তবে ইনজুরির কারণে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাচ্ছে না ব্ল্যাকক্যাপস। ফিন অ্যালেন (পা), লকি ফার্গুসন (হ্যামস্ট্রিং), অ্যাডাম মিলনে (গোড়ালি), উইল ও’রুক (পিঠ), গ্লেন ফিলিপস (গ্রোইন) এবং বেন সিয়ার্স (হ্যামস্ট্রিং) সবাই ছিটকে গেছেন দলে থেকে।

    নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড
    মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফোকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম (উইকেটকিপার), ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়ং।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন