সেমিফাইনাল কঠিন, বাংলাদেশ দখল করতে চায় ৫ নম্বর


টানা চার ম্যাচ হারের কারণে নারী বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার স্বপ্ন কার্যত শেষ বাংলাদেশের। সামান্য সুযোগ থাকলেও সেই হিসাব-নিকাশ করা এখন ভীষণ কঠিন। তাই লক্ষ্য পরিবর্তন করেছে বাংলাদেশ দল।
এবার বাংলাদেশের লক্ষ্য ৫ নম্বর স্থান দখল করা।
শেষ দুই ম্যাচ জিততে চাইছেন নিগার সুলতানা জ্যোতিরা, যাতে পাঁচ নম্বরে থেকে আইসিসির টুর্নামেন্টে অংশ নেওয়া যায়। শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল মুখোমুখি হওয়ার আগে আজ সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দলের অভিজ্ঞ লেগ-স্পিনার ফাহিমা খাতুন। তিনি বলেন, “আমাদের এখনো সুযোগ আছে সেমিফাইনাল খেলার। এখনও সুযোগ আছে ভালো কিছু করার, তবে সেরা চারে ওঠা কঠিন।”
আমার মতে, যদি বাকি ২ ম্যাচ জিততে পারি, তাহলে পাঁচে থাকতে পারব।’
৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বর্তমানে ছয়ে আছে বাংলাদেশ। তবে ভাগ্য সহায় হলে এবং শেষ মুহূর্তে নিজেদের নার্ভটা ধরে রাখতে পারলে সেমিফাইনালের সম্ভাবনা উজ্জ্বল থাকত বাংলাদেশের। নারী বিশ্বকাপে এমন দুর্দান্ত পারফরম্যান্স ছিল একবারের এশিয়ান চ্যাম্পিয়নদের।
পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরুর পর ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে প্রায় হারিয়েই দিয়েছিল। তবে শেষ মুহূর্তে জয়টা কপালে ছিল না।
শেষটা তাই ভালো করতে চান মারুফারা। তিনি বলেছেন, ‘শুরু থেকে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি এবং সব দলের বিপক্ষে আশানুরূপ খেলাই খেলেছি। সেদিক থেকে আমাদের প্রত্যাশাও বেড়ে গিয়েছিল।
এখনো আমাদের দলের ওপর ভালো প্রত্যাশা আছে। শেষ ম্যাচ ২টা ভালোভাবে খেলে আমরা পূর্ণ পয়েন্ট নিতে চাই।’
