মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • বাঁচার লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন নাহিদা–মারুফা হযরত শাহজালাল বিমানবন্দরের আগুনে ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল নষ্ট টেলিগ্রামে তরুণীদের নগ্ন ভিডিও বিক্রির গ্রুপের বিরুদ্ধে মামলার নির্দেশ আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল মরক্কো সেমিফাইনাল কঠিন, বাংলাদেশ দখল করতে চায় ৫ নম্বর শাহজালালে অগ্নিকাণ্ড পরিস্থিতি স্বাভাবিক, আগুন পুরোপুরি নিভে গেছে ইতালিতে প্রধান উপদেষ্টার অনুষ্ঠানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার আমন্ত্রণ উন্নয়নের অগ্রগতি নির্ধারণে মানসম্মত পরিসংখ্যান অপরিহার্য: প্রফেসর মুহাম্মদ ইউনূস জামায়াতের পিআর আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক ধোঁকা : নাহিদ ইসলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের তদন্ত কমিটি গঠন
  • ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করা হবে

    ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করা হবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর দক্ষিণখান থানা আওতাধীন মাটির মসজিদ এলাকায় বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

    রবিবার (১৯ অক্টোবর) রাত ৮টায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার।

    উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শরীফ আহমেদ ফারুক।

    প্রধান অতিথি বক্তব্য হেলাল তালুকদার বলেন, “আগামী জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশ গড়ার সুযোগ করে দিন। আমরা চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠন করতে চাই। দেশনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করা হবে ইনশাআল্লাহ।”

    তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা হবে যদি আমরা ক্ষমতায় আসি। তাই আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয় নিশ্চিত করুন।”

    উক্ত উঠান বৈঠকে বিএনপি, যুবদল, ছাত্রদল  ও মহিলা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

    তারা বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি হাতে পেয়ে নতুন উদ্দীপনায় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন