মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • বাঁচার লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন নাহিদা–মারুফা হযরত শাহজালাল বিমানবন্দরের আগুনে ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল নষ্ট টেলিগ্রামে তরুণীদের নগ্ন ভিডিও বিক্রির গ্রুপের বিরুদ্ধে মামলার নির্দেশ আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল মরক্কো সেমিফাইনাল কঠিন, বাংলাদেশ দখল করতে চায় ৫ নম্বর শাহজালালে অগ্নিকাণ্ড পরিস্থিতি স্বাভাবিক, আগুন পুরোপুরি নিভে গেছে ইতালিতে প্রধান উপদেষ্টার অনুষ্ঠানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার আমন্ত্রণ উন্নয়নের অগ্রগতি নির্ধারণে মানসম্মত পরিসংখ্যান অপরিহার্য: প্রফেসর মুহাম্মদ ইউনূস জামায়াতের পিআর আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক ধোঁকা : নাহিদ ইসলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের তদন্ত কমিটি গঠন
  • ২৪ বছর পর জমির দখল পেলেন হাজী আব্দুল খালেক

    ২৪ বছর পর জমির দখল পেলেন হাজী আব্দুল খালেক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় দীর্ঘ ২৪ বছরের আইনি লড়াই শেষে আদালতের আদেশে এক পক্ষের দখলে জমি হস্তান্তর করা হয়েছে। আদালতের রায় অনুযায়ী হাজী মো. আব্দুল খালেকের অনুকূলে উক্ত সম্পত্তির দখল প্রদান সম্পন্ন হয়।

    সূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার আতিয়া মৌজার সিএস দাগ নং ৯৭/৯৯, খতিয়ান নং ৪১১, শ্রেণি “কালা পাড়া পূর্ব আতিরা পায়রা বিঠা পোমদী ইউনিয়ন” এলাকায় প্রায় ৭৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মামলাটি নিষ্পত্তির পর আদালতের নির্দেশে বেলিফ হাজী আব্দুল খালেকের পক্ষে জমির দখল নিশ্চিত করেন।

    দখল হস্তান্তর কার্যক্রমে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ ও হোসেনপুর থানা পুলিশের সদস্যরা।

    দলিল অনুযায়ী, মামলার বাদী ছিলেন হাজী মো. আব্দুল খালেক ও সহযোগী আমির হামজা গং; অন্যদিকে বিবাদী ছিলেন ফরিদ, আতু, আহসান, মাতু ও ইদ্রিস আলী প্রমুখ।

    আদালতের নাজির ও সংশ্লিষ্ট বেলিফ স্থানীয় প্রশাসনের সহায়তায় দখল প্রদান সম্পন্ন করেন। এ সময় এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছিল।

    হোসেনপুর আদালতের সূত্র জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী দখল প্রদান শেষে প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে।

    স্থানীয়রা বলেন, এ রায়ের মাধ্যমে দীর্ঘদিনের জমি বিরোধের অবসান ঘটল। হাজী আব্দুল খালেক বলেন, “আইনের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন