মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • বাঁচার লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন নাহিদা–মারুফা হযরত শাহজালাল বিমানবন্দরের আগুনে ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল নষ্ট টেলিগ্রামে তরুণীদের নগ্ন ভিডিও বিক্রির গ্রুপের বিরুদ্ধে মামলার নির্দেশ আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল মরক্কো সেমিফাইনাল কঠিন, বাংলাদেশ দখল করতে চায় ৫ নম্বর শাহজালালে অগ্নিকাণ্ড পরিস্থিতি স্বাভাবিক, আগুন পুরোপুরি নিভে গেছে ইতালিতে প্রধান উপদেষ্টার অনুষ্ঠানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার আমন্ত্রণ উন্নয়নের অগ্রগতি নির্ধারণে মানসম্মত পরিসংখ্যান অপরিহার্য: প্রফেসর মুহাম্মদ ইউনূস জামায়াতের পিআর আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক ধোঁকা : নাহিদ ইসলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের তদন্ত কমিটি গঠন
  • নারী ওয়ানডে বিশ্বকাপ

    বাঁচার লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন নাহিদা–মারুফা

    বাঁচার লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন নাহিদা–মারুফা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা ধরে রাখতে বাংলাদেশের মেয়েরা লিগ পর্বের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে। টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে লঙ্কানরা, তাই ফিল্ডিং শুরু করবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় খেলা শুরু হবে।

    গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ফেরানো হয়েছে তারকা পেসার মারুফা আক্তার ও স্পিনার নাহিদা আক্তারকে, যারা সর্বশেষ ম্যাচে একাদশের বাইরে ছিলেন। বাংলাদেশ বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্য নিয়ে অংশগ্রহণ করেছিল। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে টাইগ্রেসরা শুভ সূচনা করেছিল, কিন্তু পরের চারটি ম্যাচে তারা হেরে গেছে।

    ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে, নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে, দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে এবং সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। এরমধ্যে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের আশা জাগিয়েও হেরেছে টাইগ্রেসরা।

    ৫ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ। এ অবস্থায় সেমিফাইনালে খেলার সুযোগ এখনও আছে টাইগ্রেসদের। এজন্য শেষ দুই ম্যাচ তো জিততেই হবে, পাশাপাশি স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ডের হারের অপেক্ষায় থাকতে হবে। ভারত ৫ ম্যাচ ও নিউজিল্যান্ড ৫ ম্যাচ খেলে ৪ করে পয়েন্ট সংগ্রহ করেছে।

    তবে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ভারত হেরে যাওয়ায় বাংলাদেশের জন্য সুবিধা হয়েছে। আজ জ্যোতিরা শ্রীলঙ্কাকে হারাতে পারলে সেমিফাইনালের দৌড়ে ভালোভাবে টিকে থাকবে বাংলাদেশ। যদি হেরে যায়, তাহলে কার্যত ছিটকে যেতে হবে বাংলাদেশকে। 

    বাংলাদেশ একাদশ : ফারজানা হক, রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার, নিগার সুলতানা (অধিনায়ক), সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, রাবেয়া খান, নিশিতা আক্তার ও মারুফা আক্তার। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ