মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • বাঁচার লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন নাহিদা–মারুফা হযরত শাহজালাল বিমানবন্দরের আগুনে ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল নষ্ট টেলিগ্রামে তরুণীদের নগ্ন ভিডিও বিক্রির গ্রুপের বিরুদ্ধে মামলার নির্দেশ আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল মরক্কো সেমিফাইনাল কঠিন, বাংলাদেশ দখল করতে চায় ৫ নম্বর শাহজালালে অগ্নিকাণ্ড পরিস্থিতি স্বাভাবিক, আগুন পুরোপুরি নিভে গেছে ইতালিতে প্রধান উপদেষ্টার অনুষ্ঠানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার আমন্ত্রণ উন্নয়নের অগ্রগতি নির্ধারণে মানসম্মত পরিসংখ্যান অপরিহার্য: প্রফেসর মুহাম্মদ ইউনূস জামায়াতের পিআর আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক ধোঁকা : নাহিদ ইসলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের তদন্ত কমিটি গঠন
  • জামায়াতে ইসলামী বৈষম্যহীন ন্যায় ইনসাফ ভিত্তিক কল্যাণকর সমাজ গড়তে চায়

    জামায়াতে ইসলামী বৈষম্যহীন ন্যায় ইনসাফ ভিত্তিক কল্যাণকর সমাজ গড়তে চায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী নির্বাচনে  ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়বে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে পরীক্ষা করুন। আগামী নির্বাচনে আমরা পুরানো নেতৃত্ব আর পুরানো শাসন ব্যবস্থা চাই না। আমরা নতুন নেতৃত্ব আর নতুন শাসন ব্যবস্থা চাই। জামায়াতে ইসলামি সেই বাংলাদেশ গড়তে চায়, যেখানে থাকবে না দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি আর দুঃশাসন। জামায়াতে ইসলামী বৈষম্যহীন ন্যায় ইনসাফ ভিত্তিক কল্যাণকর সমাজ গড়তে চায়। 

    সোমবার (২০ অক্টোবর) সাতক্ষীরার তালায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তালা ফুটবল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, সাতক্ষীরা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, ডুমুরিয়া হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী, খুলনার পাইকগাছা-কয়রা আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ, জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের নেতা মাস্টার শফিকুল ইসলাম, সাতক্ষীরা-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা রবিউল বাশার, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জামায়াত নেতা আনোয়ার হোসেন, মাহমুদুর রহমান প্রমুখ। সভায় সভাপতিত্ব করবেন তালা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. মফিদুল্লাহ।

    জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘জাতীয় নির্বাচনের দিন গণভোট হওয়ার সুযোগ নেই। যারা সত্যিকার অর্থে জুলাই সনদের আইনি ভিত্তি চায় না, তারাই জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে। যারা ভোট চুরি করে ক্ষমতায় বসে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়, তারাই গণভোট সংসদ নির্বাচনের দিন চায়। কারণ, তারা তাদের সন্ত্রাসী, লাঠিয়াল বাহিনী দিয়ে ব্যালট ছিনতাই করে গণভোটে “না” প্রস্তাবে সিল মারার চক্রান্ত করছে। তারা চায় না, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হোক।’

    প্রধান অতিথি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সমালোচনা করে বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগ দেশ শাসন করেছে ২১ বছর, বিএনপি শাসন করেছে ১৫ বছর এবং জাতীয় পার্টির হুসেইন মুহম্মদ এরশাদ শাসন করেছে ৯ বছর। বাকী সময় সামরিক শাসন চলেছে। তিন দলের শাসনামলে সবাই দুর্নীতির মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন। কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি। তিন দলের শাসনামলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজিতে গোটা দেশে অশান্তি বিরাজ করেছে। বাকী আছে জামায়াতে ইসলামী। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মানবিক বাংলাদেশ গড়ে তুলবে— যেখানে সততা, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। 

    সমাবেশে তিনি সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন