ভোলার ভেদুরিয়া ইউনিয়ন যুবদলের কর্মীসভায় নেতাকর্মীরা


ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের ব্যাংকের হাট বাজার সংলগ্ন বালুর মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বেলাল হোসাইন, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মো. হারুন অর রশীদ, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম মাছুম, যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম মিলন, মো. ইস্রাফিল,জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিয়াজী, সহ সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন বাহার, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ করিম ভূঁইয়া প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের যুবদলের আহ্বায়ক মো. আলাউদ্দিন ঢালী।
কর্মীসভায় বক্তারা বলেন, দলীয় নেতাকর্মীদের দীর্ঘ ১৭ বছর ধরে অন্যায়ভাবে নির্যাতন, হামলা ও মামলার শিকার হতে হয়েছে। এই কঠিন সময়ে যারা দলের পাশে ছিল, তাদের মূল্যায়ন করা হবে। আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে চলাফেরা করা ব্যক্তিদের দলের কমিটিতে স্থান দেওয়া হবে না।
বক্তারা আরও বলেন, যারা দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি ও দখলদারি চালাবে কিংবা যারা নেশাগ্রস্ত, তাদের যুবদলের কমিটিতে কোনো স্থান নেই। দলকে সুসংগঠিত রাখতে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদেরই অগ্রাধিকার দেওয়া হবে।
আগামী নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তারা বলেন,ভোলা-১ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরকে জয়ী করতে প্রতিটি নেতাকর্মীকে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করতে হবে এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।
