গর্ভেই বাবা-শিশুর বন্ধন: জন্মের আগেই গড়ে ওঠে ভালোবাসা


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
গর্ভে থাকা সন্তানের সঙ্গে বাবার সম্পর্ক জন্মের আগেই গভীরভাবে তৈরি হতে পারে। গবেষণায় দেখা গেছে, বাবা যত বেশি সময় সন্তানকে কথা বলে, গান শোনায় বা মায়ের পেট ছুঁয়ে আদর প্রকাশ করে, শিশুর সঙ্গে তার সংযোগ তত বেশি মজবুত হয়।
বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে, বাবা-মায়ের কণ্ঠশব্দ শিশুর মনে নিরাপত্তা ও ভালোবাসার অনুভূতি সৃষ্টি করে। এ কারণে গর্ভে থাকা শিশুর মানসিক বিকাশ ও আবেগগত বন্ধন গড়ে তুলতে বাবা-মায়ের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞরা বলছেন, গর্ভকালেই শুরু হওয়া এই বন্ধন শিশুর জন্মের পরেও আত্মবিশ্বাস, নিরাপত্তা ও আবেগগত স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়ক হয়। তাই সন্তানকে ভালবাসা, স্নেহ এবং সঙ্গ দেওয়া শুরু হোক জন্মের আগেই।
দৈএনকে/জে .আ

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন