রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার
.jpg)

রাজধানীর কামরাঙ্গীরচর থানাধীন ঝাউচর এবং হাজারীবাগ থানাধীন ৩৩ নম্বর নবীপুর লেন এলাকায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ কুখ্যাত মাদক কারবারি আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজিমপুর আর্মি ক্যাম্পের ৪৬ ব্রিগেডের (অজেয় চার) একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
সেনা সূত্র জানায়, ঝাউচর এলাকায় নিয়মিত টহলের সময় সন্দেহভাজন কয়েকজনকে দেখে সেনা সদস্যরা তল্লাশি চালান। এ সময় আনিসুর রহমানের কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে হাজারীবাগের ৩৩ নম্বর নবীপুর লেন এলাকায় তার বাসায় তল্লাশি চালিয়ে আরও ১ গ্রাম হেরোইন, ১০০ গ্রাম গাঁজা, ১ বোতল বিদেশি মদ, ২টি যৌন উত্তেজক ট্যাবলেট, ২টি বিদেশি মুদ্রা, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৩টি বাটন ফোন, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ৭ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।
সেনা সূত্র আরও জানায়, আনিসুর রহমান দীর্ঘদিন ধরে ঝাউচর ও হাজারীবাগ এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে চলমান টহল কার্যক্রমে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আনিসুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানার এসআই মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, “গতকাল রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে আনিসুর রহমান নামে একজনকে মাদক ও বিভিন্ন সরঞ্জামাদি সহ গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
