রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • মীর নেওয়াজ আলী: তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক আন্দোলনে এগিয়ে আসতে হবে ভাটারায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাঙ্ক থেকে তিনজনের মরদেহ উদ্ধার পূজার ছুটির কারণে পেছাল টাইফয়েড টিকাদান কর্মসূচি, শুরু হবে ১২ অক্টোবর চালের দাম গত বছরের চেয়ে ১৪ শতাংশ বেশি: টিসিবি রাশিয়ার কারখানায় বিস্ফোরণ: ১১ নিহত, ১৩০ আহত উপদেষ্টাদের নামে অভিযোগ শেখ হাসিনার দুর্নীতির পুনরাবৃত্তি: রিজভী খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিএনপি নেতা মীর নেওয়াজ আলীর উদ্যোগে চিকিৎসা সেবা দেশ সবার, সবাই শান্তিতে বসবাস করবে: সেনাপ্রধান রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের শুল্কমুক্ত চাল আমদানিতে ভারতের বাজারে ১৪% মূল্য বৃদ্ধি
  • নবীনগরে নার্সের মাথা ফাটালো রোগীর স্বজনরা

    নবীনগরে নার্সের মাথা ফাটালো রোগীর স্বজনরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীকে সেবা দিতে দেরি হওয়ায় দায়িত্বরত নার্স সেলিনা সুলতানার মাথা ফাটিয়ে দিয়েছেন রোগীর স্বজনরা। 

    শুক্রবার (১৫ আগস্ট) দুপুর আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

    পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের জরিনা বেগম শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। শুক্রবার দুপুরে নার্স সেলিনা সুলতানা ওই রোগীকে ইঞ্জেকশন দিতে কিছুটা দেরি করায় রোগী জরিনা ও তার ছেলে রায়হান (২৪)-এর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রায়হান ও তার স্বজনরা নার্সকে মারধর করে তার মাথা ফাটিয়ে দেন। এ ছাড়া বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর করে।

    হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তামিম রায়হান বলেন, “দায়িত্বরত নার্স একজন রোগীকে সেবা দেওয়ার পর জরিনাকে ইঞ্জেকশন দেওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু রোগী ও তার স্বজনরা ক্ষিপ্ত হয়ে নার্সের মাথা ফাটিয়ে দেন। এর ফলে সেলিনার মাথায় সেলাই দিতে হয়েছে।

    নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, “এ ঘটনায় হাসপাতালের আরএমও বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভুক্ত আসামি রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে।”

    ঘটনার বিষয়ে রোগী জরিনা বা তার স্বজনদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন