শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
Natun Kagoj

ভোট গণনা না হওয়া পর্যন্ত শঙ্কা কাটবে না: মীর নেওয়াজ আলী

ভোট গণনা না হওয়া পর্যন্ত শঙ্কা কাটবে না: মীর নেওয়াজ আলী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভোট গণনা সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা কাটবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী।

 

শুক্রবার সকালে রাজধানীর লালবাগ থানা অন্তর্গত ২৩ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

 

মীর নেওয়াজ আলী বলেন, “এখনো গণতন্ত্র নাগালের বাইরে। আমরা বিশ্বাস করতে চাই যে নির্বাচন হবে, তবে ভোট গণনার আগ পর্যন্ত তা নিয়ে শঙ্কা থেকেই যাবে।”

 

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে, কোনো প্রকার ফাঁদে পা দেওয়া যাবে না।”

 

বেগম খালেদা জিয়াকে জাতির ‘অভিভাবক’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “গণতন্ত্রের জন্য তিনি অবিরাম লড়ে যাচ্ছেন। ব্যক্তিগতভাবে তিনি কখনো জন্মদিন উদযাপন করতেন না; দলের পক্ষ থেকেই এ আয়োজন হতো।”

 

এসময় তিনি সতর্ক করে বলেন, সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নাম ইতিহাসে কলঙ্কজনকভাবে লেখা হবে। “জনগণের বহু আকাঙ্ক্ষার নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতা জীবন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। তাদের রক্তের ওপর দাঁড়িয়ে কেউ যদি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে, তা জনগণ প্রতিহত করবে।”

 

তিনি আরও বলেন, “৭১ বিরোধীরা ষড়যন্ত্র করে পিআর পদ্ধতিতে ভোট চাইছে। কিন্তু একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আল্লাহ ছাড়া কেউ ধানের শীষকে রুখতে পারবে না।”

 

সভায় আরও উপস্থিত ছিলেন ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আবদুল আজিজ, লালবাগ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার শামীম, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোতাহার হোসেন বাবুল, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারেক হোসেন রাজু ও ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাইজুদ্দিন মাইজু প্রমুখ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন