শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
Natun Kagoj

ইমামকে মসজিদে মারধর: আলেম সমাজের বিক্ষোভ

ইমামকে মসজিদে মারধর: আলেম সমাজের বিক্ষোভ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা বড়বাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মো. হুজাইফাকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মো. বিপুল মন্ডলের বিরুদ্ধে। 

এ ঘটনায় শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় টেংরা বাজারে মাওনা-বর্মী আঞ্চলিক সড়কে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী হাফেজ মো. হুজাইফা (২২) থানায় দায়ের করা অভিযোগে জানান, তিনি প্রায় এক বছর ধরে উক্ত মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বিবাদী মো. বিপুল মন্ডল (৪০) এলাকার বাসিন্দা ও ৫নং তেলিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী। কিছুদিন ধরে বিবাদী তার প্রতি শত্রুতা পোষণ করে আসছে।

অভিযোগে বলা হয়, ১৫ আগস্ট সকাল ১০টার দিকে বিবাদী মসজিদে এসে কোনো প্রমাণ ছাড়াই মিথ্যা ও সম্মানহানিকর অপবাদ দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। এসময় ইমাম প্রতিবাদ করলে তিনি ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। ইমামের ডাকচিৎকারে মুসল্লিরা এগিয়ে এলে বিবাদী হুমকি দিয়ে চলে যান।

ঘটনার প্রতিবাদে বিকেলে আলেম সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা হয়। এতে বক্তব্য রাখেন শ্রীপুর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আলমগীর হোসেন, তোফায়েল আহমেদ মালেক, মাওলানা হেদায়েত উল্লাহ, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা হাবিবুল্লাহ আশেকী, মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা নাঈম প্রমুখ। বক্তারা অবিলম্বে হামলাকারীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন