আ. লীগের কার্যালয় ঘিরে পুলিশি নিরাপত্তা জোরদার


১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গুলিস্তানস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এ কারণে কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। শুক্রবার সকাল থেকেই কার্যালয়ে কড়াকড়ি ও সশস্ত্র নিরাপত্তা তৎপরতা লক্ষ্য করা গেছে।
পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন যাতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গুলিস্তান কেন্দ্রীয় কার্যালয়ে জমায়েত হতে না পারেন। সকাল থেকে এখন পর্যন্ত এলাকায় কোনো নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এর আগে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগ কর্মী সন্দেহে তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় ছাত্রজনতা।
উল্লেখ্য, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা বেশ কয়েকজনও হেনস্তার শিকার হয়েছেন। এদের মধ্যে দুই-একজনকে চড়-থাপ্পর ও মারধরের সম্মুখীন হতে হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যক্তিকে আটক করেনি।
