শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ভাটারায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাঙ্ক থেকে তিনজনের মরদেহ উদ্ধার পূজার ছুটির কারণে পেছাল টাইফয়েড টিকাদান কর্মসূচি, শুরু হবে ১২ অক্টোবর চালের দাম গত বছরের চেয়ে ১৪ শতাংশ বেশি: টিসিবি রাশিয়ার কারখানায় বিস্ফোরণ: ১১ নিহত, ১৩০ আহত উপদেষ্টাদের নামে অভিযোগ শেখ হাসিনার দুর্নীতির পুনরাবৃত্তি: রিজভী খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিএনপি নেতা মীর নেওয়াজ আলীর উদ্যোগে চিকিৎসা সেবা দেশ সবার, সবাই শান্তিতে বসবাস করবে: সেনাপ্রধান রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের শুল্কমুক্ত চাল আমদানিতে ভারতের বাজারে ১৪% মূল্য বৃদ্ধি উত্তর পাকিস্তানে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩২১
  • লিওনেল মেসি ভারতের ‘গোট ট্যুর ২০২৫’ ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস ও কৌতূহল

    লিওনেল মেসি ভারতের ‘গোট ট্যুর ২০২৫’ ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস ও কৌতূহল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চারটি শহর পরিভ্রমণ করে ‘গোট ট্যুর অব ইন্ডিয়া-২০২৫’ আয়োজনের খবর প্রকাশিত হওয়ার পর ভারতের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। তবে একই সঙ্গে অনেকেই কৌতূহল প্রকাশ করেছেন—ক্যারিয়ারের শেষ পর্যায়ে থাকা বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি এত দীর্ঘ ও ব্যস্ত সফরে আসতে কেন রাজি হলেন?

    কলকাতাভিত্তিক স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত জানালেন সেই পুরো গল্প। মেসিকে রাজি করানোর মূল অস্ত্র ছিল দুই ফুটবলার—আর্জেন্টিনার বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজ ও রোনালদিনহো। দু’জনই গত বছর দত্তেরই উদ্যোগে ভারতের বিভিন্ন ইভেন্টে অংশ নিতে এসেছিলেন এবং ফিরে গিয়ে মেসির কাছে ভারতের আতিথেয়তা ও অভিজ্ঞতা সম্পর্কে বেশ ইতিবাচক বার্তা দেন।

    শতদ্রু দত্ত বলেন, “আমি মার্টিনেজ আর রোনালদিনহোর কাছে বিশেষভাবে অনুরোধ করেছিলাম—মেসির সঙ্গে কথা বলতে, যেন ওদের অভিজ্ঞতা মেসির কানে যায়। ফুটবল দুনিয়া অনেক ছোট; সে কথা কাজে লেগেছে।”

    শুধু তার বন্ধুদের ‘রিভিউ’ নয়, মেসিকে বোঝাতে তাকে দেখানো হয়েছিল ২০১১ সালের আর্জেন্টিনা দলের কলকাতা সফরের ভিডিও, যেখানে প্রথমবার আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে তিনি মাঠে নেমেছিলেন। দত্ত আরও জানান, কলকাতার এক দুর্গাপূজা মণ্ডপে নির্মিত মেসির বিশাল মুরালের ছবিটিও দেখানো হয় তাকে।

    ‘ভিডিওগুলো দেখেই মেসি বলেছিল, ‘দারুণ! এটা আমার খুব প্রিয় স্মৃতি।’ এরপরই তিনি বলেন—আগামী এক–দুই বছরের মধ্যে ভারত সফরের আইডিয়াটা দারুণ হবে।’

    এরপরই চূড়ান্ত হয়ে যায় চার শহরের সফরের রূপরেখা—কলকাতা, আহমদাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি। ১২ ডিসেম্বর কলকাতা থেকেই শুরু হবে সফর।

    সফরের অংশ হিসেবে মেসি শুধুমাত্র ভক্তদের সঙ্গে দেখা করবেন না; যোগ দেবেন বিশেষ প্রদর্শনী ফুটবল ম্যাচেও, যেখানে ভারতীয় কিংবদন্তি অ্যাথলেট ও বলিউড তারকারাও অংশ নেবেন। এমনকি খোশমেজাজে থাকলে ক্রিকেট ব্যাট হাতে দেখা যেতে পারে ফুটবল সাম্রাজ্যের এই ‘রাজাকে’।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন