দেশ সবার, সবাই শান্তিতে বসবাস করবে: সেনাপ্রধান


সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এই দেশ সবার এবং সবাই এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। তিনি শনিবার বিকেল ৪টার দিকে রাজধানীর পলাশীর মোড়ে কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল উদ্বোধনকালে এই মন্তব্য করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খানও উপস্থিত ছিলেন।
সেনাপ্রধান বলেন, ‘আমরা সম্প্রীতির সঙ্গে বসবাস করে যাচ্ছি। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে, সেই সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশ আমরা সব সময় বজায় রাখব। এই দেশ সবার, আমরা একসাথে এ দেশে শান্তিতে বসবাস করব।’
এসময় সেনাপ্রধান জানান, সশস্ত্র বাহিনীর সদস্যরা ধর্মীয় সব উদযাপনে দেশবাসীর পাশে রয়েছেন।
পরে মিছিলটি ঢাকার বাহাদুর শাহ পার্কে উদ্দেশে রওনা হয়।
শনিবার দেশজুড়ে পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। হিন্দু ধর্ম অনুসারে এই দিন জন্ম দেন ভগবান শ্রী কৃষ্ণ। জন্মাষ্টমী উদযাপনে সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেশ-জাতির মঙ্গল কামনায় হয় শ্রীশ্রী গীতাযজ্ঞ।
এদিকে, জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
